• Rainfall Forecast : তাপপ্রবাহের থেকে স্বস্তি দিতে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা! আগামী সপ্তাহে ভিজতে পারে একাধিক জেলা
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৪
  • সকাল থেকেই আগুন ঝরানোর মেজাজে রয়েছে আবহাওয়া। তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। স্বাভাবিকভাবেই স্বস্তির জন্য বৃষ্টির দিকে চেয়ে সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মে মাসের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় রয়েছে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। তবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আর গরম বাড়ার সম্ভাবনা নেই।এদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি এবং সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৮১ শতাংশ এবং সর্বনিম্ন ২৮ শতাংশ।

    আপাতত ১ মে পর্যন্ত কলকাতায় স্বস্তির বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গরম এবং অস্বস্তি বজায় থাকবে। খুব প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

    দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত?

    গরমে রীতিমতো আইঢাই করছে সাধারণ মানুষের প্রাণ। কলাইকুণ্ডার তাপমাত্রা দেখে চমকে উঠছেন আবহবিদদের একাংশ। সোমবার সাত জেলায় রয়েছে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম।

    আলিপুর আবহাওয়া দফতর এই অস্বস্তিকর গরমের মধ্যেও কিছুটা সুখবর দিচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নতুন করে আর গরম বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, ৫ মে থেকে দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টিপাত। কিন্তু, তার জন্যও প্রায় ছয় দিনের অপেক্ষা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে। আর এর ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ৫ এবং ৬ মে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিয়ে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা আবহাওয়াবিদরা করতে চায়ছেন না।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    দার্জিলিং এবং কালিম্পঙে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। নীচের দিকের জেলাগুলিতে হতে পারে তাপপ্রবাহ। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পাহাড় সংলগ্ন তিনটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। একইসঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
  • Link to this news (এই সময়)