Guinness World Records: ঠিক যেন বাস্তবের বলাই! ঘণ্টায় ১,১১০ গাছকে জড়িয়ে বিশ্ব রেকর্ড যুবকের
এই সময় | ২৯ এপ্রিল ২০২৪
এযেন ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের পাতা থেকে উঠে আসা বলাইয়ের কথা! ছোট থেকেই প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা। ভালোবাসা গাছের প্রতি। আর সেই ভালোবাসা থেকেই বিশ্ব রেকর্ড। ২৯ বছর বয়সী ঘানার বাসিন্দা আবুবকর তাহিরু। কৃষক পরিবারে বেড়ে ওঠা। ঘানার টেপা এলাকায় আবুবকরের বাড়ি। প্রকৃতির প্রতি টান রয়েছে সেই ছোট্টবেলা থেকে। পড়াশোনাও করেছেন বনবিদ্যা নিয়ে। গাছ নিয়ে গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড। মাত্র এক ঘণ্টায় এক হাজারের বেশি গাছের সঙ্গে কোলাকুলি করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেছেন।মার্কিন সংবাদমাধ্যম UPI-এর (United Press International) প্রতিবেদন অনুয়ায়ী, আবুবকর এক ঘণ্টার ১ হাজার ১১০টি গাছের সঙ্গে কোলাকুলি করেছেন। এক কথায় বলা চলে ১ হাজার ১১০টি গাছকে জড়িয়ে ধরেছেন এক ঘণ্টায়। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের তুস্কেগি ন্য়াশনাল ফরেস্টে এই কীর্তি করেছেন তিনি। তবে রেকর্ড গড়ার সময় বেশ কিছু শর্ত মানতে হয়েছে আবুবকরকে। যেমন দুই হাত দিয়ে জড়িয়ে ধরতে হবে প্রতিটি গাছকে। গাছের কোনও ক্ষতি হওয়া চলবে। কোনও গাছকে একবারের বেশি জড়িয়ে ধরারও নিয়ম ছিল না। আর সবটাই তিনি পালন করেছেন অক্ষরে, অক্ষরে। তাও আবার রোজা রেখে। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েও পিছিয়ে আসেননি। সুফলও মিলেছে হাতেনাতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে আবুবকর বলেছেন, পুরো প্রক্রিয়া চলাকালীন একবারও জলস্পর্শ না করতে পারা সবথেকে বড় চ্য়ালেঞ্জ ছিল তাঁর কাছে। কারণ বিষয়টিতে শারীরিক পরিশ্রমও হয়েছে খুব বেশি। তবে তার একটি সুফলও পেয়েছেন তিনি। একবারও জলগ্রহণ না করায় জল পানের জন্য কোনও বিরতি দিতে হয়নি। ফলে গোটা প্রক্রিয়াটিই একটানা শুরু থেকে শেষ পর্যন্ত করতে পেরেছেন।
অবার্ন ইউনিভার্সিটি থেকে ফরেস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন আবুবকর তাহিরুর। এক সময় তাঁর বিশ্ব রেকর্ড গড়ার ঝোঁক চাপে তাঁর। বেছে নেন গাছ জড়িয়ে ধরার মতো অপ্রচলিত একটি বিষয়। নিজের ইচ্ছাকে সফল করতে যান আলবামার জাতীয় বনাঞ্চলে। দু'হাত বাড়িয়ে সব গাছকে জড়িয়ে ধরে। মাত্র এক ঘণ্টায় জড়িয়ে ধরেছেন ১ হাজার ১১০টি গাছ। নিয়ম অনুযায়ী, এক ঘণ্টায় একাধিকবার একটি গাছকে জড়িয়ে ধরেননি আবুবকর। একটি গাছকে কোলাকুলি করার পর দ্রুত জায়গা বদল করেন। পাশের একটি গাছের সামনে দ্রুত ছুটে গিয়ে সেটিকে জড়িয়ে ধরেছেন। সেটি ছেড়ে আবার অন্য গাছের কাছে গিয়েছেন। এই ভাবেই বিশ্ব রেকর্ড করে নজির গড়েছেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বলছে, নতুন বিশ্ব রেকর্ড গড়তে আবুবকরকে জড়িয়ে ধরতে হত এক ঘণ্টায় নূন্যতম ৭০০ গাছ। তবে সেই লক্ষ্য়মাত্রা সহজেই ছাপিয়ে যান তিনি। প্রতি মিনিটে ১৯টি গাছ জড়িয়ে ধরেছেন আবুবকর। গাছ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতেই আবুবকর এমন উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে।