• বিয়ের কার্ডেও Vote for Modi!
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৪
  • এই সময়: বিয়ের ইনভিটেশন কার্ডে 'ভোট টু মোদী' বিপাকে ফেলল জাস্ট ম্যারেড কাপলকে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার আপ্পিননগড়ি থানা এলাকার ঘটনা। ঘটনাটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।গত ১৮ এপ্রিল সিদ্ধিবিনায়ক কলামন্দিরে বিয়ের অনুষ্ঠান ছিল নন্দিকান্তি নরসিমলু এবং তাঁর স্ত্রী নন্দিকান্তি নির্মলার ছেলের। তার আগে অতিথিদের আমন্ত্রণ জানাতে যে কার্ড ছাপানো হয়, তা নিয়েই বিতর্কের সূত্রপাত। ওই কার্ডে আমন্ত্রিতদের উদ্দেশে একটি চিঠি ছিল। তাতে লেখা হয়, 'এ বার নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী করলে, সেটাই হবে নবদম্পতিকে দেওয়া বেস্ট গিফট। কারণ আমাদের ভবিষ্যতের ভারতকে সুরক্ষিত করতে হবে।'

    ইনভিটেশন কার্ডে নরেন্দ্র মোদীর ছবিও ছাপা হয়। এই ঘটনা চাউড় হতেই তা নজরে আসে ইলেকশন কোড অফ কনডাক্ট এনফোর্সমেন্ট মনিটরিং টিমের। তাদের পক্ষ থেকে নবদম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর পরেই পুলিশ মামলা রুজু করে।

    নরসিমলু জানিয়েছেন, পিএম মোদীর প্রতি তাঁর শ্রদ্ধা প্রকাশ করতেই এই সিদ্ধান্ত। কনস্ট্রাকশন প্রজেক্টে কাঠের জিনিস সাপ্লাই করেন তিনি। এর আগে দুই মেয়ের বিয়ে দিয়েছেন। তবে এর আগে কখনও কোনও ইনভিটেশন কার্ডে এ ধরনের কোনও পলিটিকাল মেসেজ দেননি তাঁরা। নরসিমলু বলেন, 'কার্ডে নরেন্দ্র মোদীর নাম লেখার এই আইডিয়াটা আমার পরিবারের সদস্যদের খুব ভালো লাগে। তাঁরা আমাকে উৎসাহ দেন।'

    এর মধ্যে ইচ্ছাকৃত বিধিভঙ্গের কোনও বিষয় ছিল না বলে দাবি করেছেন তিনি। তবে এই ব্যাখ্যার পরেও তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। যে প্রিন্টিং কোম্পানি কার্ডটি ছাপিয়েছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এর আগে তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলাতেও এক ব্যক্তি তাঁর মেয়ের বিয়ের ইনভিটেশন কার্ডে গেস্টদের গিফট না এনে তার বদলে মোদীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
  • Link to this news (এই সময়)