Amit Shah: 'SC/ST-OBC-দের সংরক্ষণ তুলে দেবে বিজেপি'! অমিত শাহর ভাইরাল ভিডিয়ো নিয়ে FIR গেরুয়া শিবিরের
এই সময় | ২৯ এপ্রিল ২০২৪
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি সম্পাদিত (এডিটেড) ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে SC/SC, OBC-দের জন্য সংরক্ষণের নিয়মকে 'অসাংবিধানিক' ঘোষণা করে বিজেপি ক্ষমতায় আসলে তা তুলে দেওয়ার ঘোষণা করতে শোনা যায় শাহের গলায়। এই ভিডিয়োটির বিরুদ্ধেই ব্যবস্থা নিতে দিল্লি পুলিশ FIR নথিভুক্ত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এডিটেড ভিডিয়ো নিয়ে দু'টি অভিযোগ পেয়েছে দিল্লি পুলিশ। এর মধ্যে একটি অভিযোগ করেছে বিজেপি, অন্য অভিযোগটি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের স্পেশাল শেল সাইবার উইং IFS-ও ইউনিট একটি FIR নথিভুক্ত করেছে।সম্প্রতি অমিত শাহের একটি ভিডিয়োর বক্তব্যের কিছু অংশ কেটে তা পুনরায় সম্পাদনা করে ভাইরাল করা হয় সোশ্য়াল মিডিয়ায়। সম্পাদিত ভিডিয়োতে স্বারাষ্ট্রমন্ত্রীকে SC/ST ও OBC-দের জন্য সংরক্ষণের বিষয়ে মন্তব্য করতে শোনা যায়। ভিডিয়োটি দেখলে মনে হয় যেন তিনি SC/ST ও OBC-দের জন্য সংরক্ষণের জন্য বিষয়টিকে 'অসাংবিধানিক' ঘোষণা করে বিজেপি ক্ষমতায় এলে তা তুলে দেওয়ার কথা বলছেন। আদৌ তা নয়। বিজেপি এই সম্পাদিত ভিডিয়ো নিয়ে দেশজুড়ে FIR নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
বিজেপি ও স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগে, দিল্লি পুলিশ IPC-র ১৫৩/১৫৩A/৪৬৫/১৭১G ধারা ও আইটি আইনের ৬৬C ধারায় মামলা দায়ের করেছে। বিজেপি সূত্রে খবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ SC/ST ও OBC-দের জন্য সংরক্ষণের নিয়ম উঠিয়ে দেওয়ার বিষয়ে কোনও কথা বলেননি, এই ভিডিয়োটি ভুয়ো। তিনি মূলত বলেছিলেন যে সরকার গঠনের সঙ্গেই সঙ্গেই বিজেপি মুসলিম সম্প্রদায়কে দেওয়া অসাংবিধানিক সংরক্ষণের নিয়ম সরিয়ে ফেলবে। এক সিনিয়র বিজেপি নেতা বলছেন, 'আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছি ও আমরা নিশ্চিত করব এই সমস্ত অভিযোগের উপর FIR নথিভুক্ত করা হবে।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগেও বিজেপি বলেছে, অমিত শাহ তফশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণের বিষয়টি তুলে দেওয়ার বিষয়ে কিছু বললেনি। ভাইরাল হওয়ার ভিডিয়োটি ভুয়ো। বিজেপির অভিযোগ, মূল ভিডিয়োটিতে অমিত শাহ তেলঙ্গানায় মুসলিমদের জন্য 'অসাংবিধানিক' সংরক্ষণ অপসারণের বিষয়ে আলোচনা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পাদিত ভিডিয়ো নিয়ে এক্স ও ফেসবুককে চিঠি দিয়েছে দিল্লি পুলিশ। এছাড়াও এই সম্পাদিত ভিডিয়োটি কোন কোন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেই সম্পর্কে উভয় সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তথ্য চাওয়া হয়েছে।
এনিয়ে টুইট করেছেন অমিত মালব্য়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'কংগ্রেস একটি সম্পাদিত ভিডিয়ো ছড়িয়ে দিচ্ছে। ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো ও ভিডিয়োটির মাধ্যমে বড় ধরনের সহিংসতা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসসি/এসটি এবং ওবিসিদের সংরক্ষণের হার হ্রাস করার পরে, ধর্মের ভিত্তিতে মুসলমানদের মধ্য়ে সেই সুযোগ দেওয়ার বিষয়টিকে অসাংবিধানিক ঘোষণা করে তা অপসারণের বিষয়ে মন্তব্য বলেছেন। এই ভুয়ো ভিডিওটি কংগ্রেসের একাধিক মুখপাত্র পোস্ট করেছেন। তাঁদের অবশ্যই আইনি পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।'