• বড়বাজারে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিভল আগুন
    Aajtak | ২৯ এপ্রিল ২০২৪
  • কলকাতায় আবার অগ্নিকাণ্ড। বড়বাজারে নাখোদা মসজিদের কাছে একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলের প্লাস্টিকের গুদামে আগুন লেগেছিল। সোমবার ভোর ৫টা নাগাদ আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। অন্য দিকে, অগ্নিকাণ্ড ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতর। ঘটনাস্থলে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ও। এলাকায় তাপস পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। তাপসকে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। তাপস বলেন, 'মানুষ আমায় ওয়েলকাম করছে, তৃণমূলের গো ব্যাক স্লোগানে কী এসে যায়।'

    যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলে। কী কারণে অগ্নিকাণ্ড, তা এখনও জানা যায়নি। বহুতল থেকে বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে। জানা গিয়েছে, ওই গুদামে প্রচুর দাহ্য পদার্থ মজুত করা ছিল। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কীভাবে ওই বহুতলের মধ্যে প্লাস্টিকের গুদাম ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

     দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, 'আগুন নিয়ন্ত্রণে এসেছে। গোডাউনে আগুন লেগেছিল। তা থেকে পাশের ২টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কেউ ভিতরে আটকে নেই। কুলিং প্রসেস চলছে। এটা ঘিঞ্জি এলাকা। গোডাউন রাখা যাবে না বলেছি। সব তো আর উৎখাত করা যায় না। আমরা আমাদের দায়িত্ব পালন করি বলেই দ্রুত আগুন নিভেছে।'

    উল্লেখ্য, অতীতে বড়বাজারে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম ২০১৮ সালে বাগরি মার্কেটে অগ্নিকাণ্ড। সে বছরের সেপ্টেম্বর মাসে আগুন লেগেছিল। প্রায় ২ দিন ধরে জ্বলছিল আগুন। আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছিল প্রা. ৪ দিন। বহু ক্ষয়ক্ষতি হয়। এদিন যে এলাকায় আগুন লেগেছে, তা বাগরি মার্কেটের কাছেই। ফের বড়বাজারের মতো ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। 

    চলতি মাসেই কলকাতায় আগুন লেগেছিল। গত ১৩ এপ্রিল দমদমের একটি বস্তিতে আগুন লাগে। বাংলা নববর্ষের দিন আগুন লেগেছিল চিনারপার্কের রেস্তরাঁয়। আগুন দ্রুত ছড়ায় পাশের আরও কয়েকটি রেস্তরাঁয়। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

     
  • Link to this news (Aajtak)