• Arvind Kejriwal: সুনীতায় সুনামির স্বপ্ন দেখছে কেজরির দল
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৪
  • এই সময়, নয়াদিল্লি: সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা৷ মাঝে আধঘণ্টার বিরতি৷ এটাই রোজের নিয়ম, দিল্লির এ প্রান্ত থেকে ওপ্রান্ত৷ কখনও হুডখোলা গাড়ি, কখনও পায়ে হেঁটে, কখনও দলীয় কর্মীর মোটরবাইকে বসে হাতজোড় করে ভোটভিক্ষা৷ দিল্লির জেলবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতার দৈনন্দিন রুটিন দেখলে তাঁকেই ভোটপ্রার্থী হিসেবে ভাবতে পারেন কেউ। লোকসভা ভোটের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীকে তিহাড়েই থাকতে হবে, একপ্রকার নিশ্চিত। তাই আম আদমি পার্টির প্রার্থীদের সমর্থনে দৌড়োচ্ছেন সুনীতাই।এই দৃশ্য স্বভাবতই জোয়ার এসেছে আপ নেতা-কর্মী সমর্থকদের মনে৷ দলের নেতা, তাঁদের মুখ্যমন্ত্রী যখন জেলে, ঠিক সেই সময়েই যেন ফিনিক্স পাখির মত উঠে এসেছেন সুনীতা কেজরিওয়াল৷ এখন কল্যাণপুরী, কালকাজি, গ্রেটার কৈলাশ-সহ দিল্লির বিভিন্ন মহল্লায় সুনীতা পা রাখামাত্রই শোনা যাচ্ছে লাউড স্পিকারে স্লোগান, ‘জেল কি তালে টুটেঙ্গে, কেজরিওয়াল ছুটেঙ্গে’৷ সুনীতার প্রতি আমজনতার উচ্ছ্বাস দেখার পরে আশার সুর শোনা যাচ্ছে আপ নেতা-নেত্রীদের গলাতেও৷

    তবে আপ শিবির চিন্তিত তাদের প্রচার গীত নিয়ে৷ গরাদের ভিতরে অরবিন্দ কেজরিওয়াল, এই ছবি-সহ আপ তাদের থিম সং বানায়, যার প্রথম লাইন নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছে বিজেপি৷ বলা হয়েছিল ‘জেল কা জবাব ভোট সে’। এই থিম সং পাল্টানো হবে না কেন, তার ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশনের তরফে নোটিস জারি করা হয়েছে আম আদমি পার্টিকে৷ এর পরেই গর্জে উঠেছে আপ শিবির৷ দলের নেত্রী অতিশির অভিযোগ, বিজেপির অভিযোগ শুনে তাদের থিম সং নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ইসি।

    চুপ করে বসে নেই বিজেপিও৷ দিল্লির বিভিন্ন প্রান্তে চোখে পড়ছে গেরুয়া পোস্টার, যেখানে সুনীতা কেজরিওয়ালকে দিল্লির রাবড়ি দেবী বলে উল্লেখ করা হয়েছে৷ সিভিল লাইন্সে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে গেরুয়া পোস্টারে লেখা হয়েছে, শিসমহল দুর্নীতির আখড়া মুখ্যমন্ত্রীর বাসভবন৷ এর আগে কেজরিওয়ালের এই বাড়ি সংস্কারে ৪৫ কোটি টাকা খরচের অভিযোগে বিতর্ক তুঙ্গে উঠেছিল৷ আপ শিবিরের অভিযোগ, সুনীতার জনপ্রিয়তায় ভয় পেয়ে দিল্লিবাসীকে বিভ্রান্ত করার জন্যই এই পোস্টার দিয়েছে বিজেপি৷
  • Link to this news (এই সময়)