• Narendra Modi On Muslims : 'মুসলিমদের ছোঁবে না, হিন্দুদের সম্পত্তি-স্ত্রীধন কেড়ে নেবে কংগ্রেস!' অশুভ ইঙ্গিত পাচ্ছেন মোদী
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৪
  • কংগ্রেসের ইস্তেহার নিয়ে নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্তেহারের কোন প্রতিশ্রুতি নিয়ে আপত্তি তাঁর? সম্পদের পুনর্বন্টন নিয়ে কেন আশঙ্কিত প্রধানমন্ত্রী? টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে খোলসা করলেন নমো।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, কোনও মানুষের সম্পত্তির উপর অধিকার নেই সরকারের। এই ধরণের ভাবনাচিন্তায় মাওবাদী মনোভাব স্পষ্ট হচ্ছে। কেন এমনটা বলেছেন তিনি? সাংবাদিকের প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদী বলেন, 'কংগ্রেসের এই অশুভ পরিকল্পনা নিষ্ক্রিয় হুঁশিয়ারি হিসেবে দেখা উচিত নয়। তাদের এই হুঁশিয়ারি দেশের ক্ষতিসাধন করার পক্ষে যথেষ্ট। এটা মাওবাদী আদর্শ এবং মনোভাবের স্পষ্ট উদাহরণ। এটা ভেবেও খারাপ লাগে, কংগ্রেস দল এবং তাদের যুবরাজ এমন মাওবাদী মনোভাব নিয়ে চলেন।'

    নরেন্দ্র মোদী আরও বলেন, 'কংগ্রেসের যুবরাজ বলেছেন তাঁরা না কি এক্স-রে করবেন। এই এক্স-রে কি জানেন? ঘরে ঘরে তল্লাশি চালাবে ওরা। কৃষকদের ঘরে ঘরে হানা দিয়ে দেখবে কত জমি রয়েছে তাদের নামে। সাধারণ মানুষের ঘরে উঁকি দিয়ে দেখবে তারা সারাজীবন কষ্ট করে কত টাকা অর্জন করবে। মহিলাদের স্ত্রীধন কেড়ে নেবে।' মোদীর কথায়, 'আমাদের সংবিধান সমস্ত সংখ্যালঘুর সম্পত্তি রক্ষা করে। এবার কংগ্রেস যখন সম্পদের পুনর্বন্টনের কথা বলছে তখন তারা তো সংখ্যালঘুদের সম্পত্তিতে কোনওভাবেই হাত দিতে পারবে না। ওয়াকফের সম্পত্তির পুনর্বন্টন তো আর করতে পারবে না। অর্থাৎ অন্য সম্প্রদায়ের মানুষের সম্পত্তির দিকে হাত বাড়াবে। এতই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে দেশের।'

    কংগ্রেসের ইস্তেহারে দেওয়া সম্পদের পুনর্বন্টন নিয়ে সতর্ক হতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আমরা যাকে তাকে দেশের ক্ষতি করতে দিতে পারি না। আমাদের দেশ, দেশের প্রত্যেকটা মানুষের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সর্বপ্রথম দায়িত্ব। সংখ্যাগুরুদের উপকারের জন্য আমাদের রাজনীতি নয়। আবার সংখ্য়ালঘুদের প্রতি পক্ষপাতদুষ্টও নই আমরা। আমরা এমন নীতি নির্ধারণ করি যা দেশের সমস্ত নাগরিকের উপকার করবে। ১৪০ কোটি নাগরিককে সমান চোখে দেখি আমরা।'

    নির্বাচনী জনসভা থেকে নাগাড়ে কংগ্রেসের ইস্তেহার নিয়ে এভাবেই আক্রমণ শানিয়ে যাচ্ছেন নমো। তাঁর বক্তব্য, 'কংগ্রেস জনগণের সম্পত্তি কেড়ে নিয়ে যাদের অনেক অনেক বাচ্চা আছে, তাদের মধ্যে বিলিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এটা কি দেশের মানুষ মেনে নিতে পারবে?' জনগণের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।
  • Link to this news (এই সময়)