• ইন্দোরের কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে যোগ দিলেন বিজেপিতে...
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ সুরাটের পর ইন্দোরেও ধাক্কা খেল কংগ্রেস। ১৩ মে মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার কয়েক দিন আগে মনোনয়ন প্রত্যাহার করলেন সেই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম। সোমবারই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর। মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, ‘কংগ্রেসের ইন্দোরের প্রার্থী অক্ষয়কান্তি বামকে বিজেপিতে স্বাগত।’ কেন তিনি মনোনয়ন প্রত্যাহার করলেন তা নিয়ে অক্ষয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, ইন্দোরে বিজেপির শঙ্কর লালওয়ানির বিরুদ্ধে কংগ্রেস দাঁড় করিয়েছিল অক্ষয় বামকে। কিন্তু তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় স্থানীয় কংগ্রেস নেতৃত্ব বিরক্ত। কেন বামকে হাইকমান্ড টিকিট দিল সে প্রশ্নও তুলেছেন তারা। প্রসঙ্গত, কিছুদিন আগে গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্রেও ধাক্কা খেয়েছিল কংগ্রেস। দক্ষিণ গুজরাটের ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভনির মনোনয়ন বাতিল হয়েছিল। পরে ওই আসনের বাকি আট বিরোধী প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়ে গেছে বিজেপি প্রার্থী মুকেশ দালালের।
  • Link to this news (আজকাল)