• রাঘবের মানহানি, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আপ সাংসদ রাঘব চাড্ডার মানহানি, এই অভিযোগ তুলে এবার পাঞ্জাবের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে দায়ের হল মামলা। কিন্তু কারণ কী? জানা গিয়েছে পাঞ্জাবের ওই ইউটিউব চ্যানেল রাঘব চাড্ডার সঙ্গে তুলনা করেছে বিজয় মাল্যর। অভিযোগ, ইউটিউব চ্যানেলটি ভিডিওর বিবৃতিতে জানিয়েছে, যেমন বিজয় মাল্য জনসাধারণের টাকা আত্মস্যাত করে বিদেশে চলে গিয়েছেন, তেমনই রাজ্যসভার সাংসদ চোখের চিকিৎসার কথা বলে বিদেশে পাড়ি দিয়েছেন। জানা গিয়েছে ওই চ্যানেলের নাম "ক্যাপিটাল টিভি"। লুধিয়ানা লোকসভা কেন্দ্রের আপ প্রার্থী অশোক প্রশারের ছেলে বিকাশের অভিযোগের ভিত্তিতে ওই চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই চ্যানেলের বিষয়, বিবৃতি জন সাধারণের মধ্যে শান্তি সম্প্রীতি ক্ষুন্ন করবে। এমনকি দেশের নানা গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাড়াতে পারে বলেও অভিযোগে আশঙ্কা করা হয়েছে।
  • Link to this news (আজকাল)