• ‌নাকা চেকিংয়ে গাড়ি থেকে উদ্ধার কয়েক লাখ টাকা
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ জারি রয়েছে আদর্শ নির্বাচনবিধি। নগদ টাকা নিয়ে যাতায়াত সহ একাধিক বিষয় নিয়ে জারি রয়েছে নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা। তৎপর চন্দননগর কমিশনারেট। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং। রবিবার রাতে এমনই এক নাকা চেকিং চলার সময় কয়েক লাখ টাকা সহ একটি গাড়িকে আটক করেছে পুলিশ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রিষড়া থানার পুলিশ এবং নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয় বিভিন্ন এলাকায়। প্রয়োজনে সমস্ত গাড়ির ডিকি খুলে তল্লাশি চালানো হয়। রবিবার রাতে রিষড়া বাঘখালের কাছে উত্তরপাড়া থেকে শ্রীরামপুরের দিকে যাওয়া একটা গাড়িতে তল্লাশি চালানো হয়। তখনই গাড়ির পেছনের সিটে থেকে একটি কাগজের প্যাকেট থেকে উদ্ধার হয় কয়েক লাখ টাকা। গাড়িতে থাকা টাকার কোনও বৈধ নথি দেখাতে পারায় টাকা সহ গাড়ির চালককে আটক করে রিষড়া থানার পুলিশ। ধৃতের নাম ভগবান পাঠক। বাড়ি বিহারে। রিষড়া থানার এক আধিকারিক জানিয়েছেন, গাড়িতে করে নগদ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। টাকা কোথা থেকে এল, বা কোথায় যাচ্ছে তার কোনও প্রমাণপত্র না পাওয়ায় গাড়ির চালককে টাকা সব আটক করা হয়েছে। পরবর্তী সময়ে কোনও প্রমাণ দেখাতে না পারলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
  • Link to this news (আজকাল)