• বেলডাঙায় বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ কংগ্রেস সমর্থকের বাড়ি
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের আগে বোমা বিস্ফোরণে সোমবার সকালে কেঁপে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা থানার ঝুনকা-মাঠপাড়া গ্রাম। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। ইতি মধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।  স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঝুনকা গ্রামের বাসিন্দা জনৈক মহম্মদ কামাল পাশা নামে এক ব্যক্তির বাড়ির পাশ থেকে প্রচন্ড আওয়াজ শুনতে পান গ্রামবাসীরা। এরপর এলাকায় গিয়ে তাঁরা বিস্ফোরণ চিহ্ন দেখতে পান। বিস্ফোরণের ঘটনায় একটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কামাল পাশা বলেন,"শুকুর আলী, হাবিবুর শেখ সহ আমাদের গ্রামের আরও কয়েকজন তৃণমূল সমর্থক আমার বাড়ির পাশে বোমা মজুত করে রেখেছিল। আজ সকালে সেই বোমাগুলি ফেটে গেছে। "নিজেকে কংগ্রেস সমর্থক হিসেবে দাবি করে কামাল বলেন ,"বিস্ফোরণের ঘটনায় আমার বাড়ির পাঁচিল, জলের ট্যাঙ্ক, ঘরের চালা ক্ষতিগ্রস্থ হয়েছে।" বেলডাঙা থানার এক আধিকারিক জানিয়েছেন্ম "বিস্ফোরণের" শব্দ যেখান থেকে পাওয়া গেছে সেই এলাকায় ওই গ্রামের বাসিন্দারা নোংরা ফেলেন। তবে এই ঘটনায় বড় কোনও ক্ষতি হয়নি বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। কে বা কারা ওই এলাকায় বিস্ফোরক রেখে গেল পুলিশ তা তদন্ত করে দেখছে।  রবিবারও বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রেজিনগর থানার নাজিরপুর গ্রামে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর দু"দিন বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দু"টি জায়গায় বিস্ফোরণের ঘটনায় ভোটের আগে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
  • Link to this news (আজকাল)