• ভোরবেলায় বড়বাজারে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড ...
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতে খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সাতসকালে বড়বাজারে এক প্লাস্টিক ও পিচবোর্ডের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন ছড়িয়েছে গুদাম সংলগ্ন আরও দুটি বাড়িতে। পুলিশ সূত্রে খবর, বড়বাজারের নাখোদা মসজিদের পাশে ঘিঞ্জি এলাকায় এক গুদামে আগুন লাগে ভোর ৫টা নাগাদ। আগুন লাগার খবর পেয়েই প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। পরে আরও ৩টি ইঞ্জিন পৌঁছয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। দমকলমন্ত্রী জানিয়েছেন, আগুন আপাতত নিয়ন্ত্রণে। এখন কুলিং প্রসেস চলছে। যে দুটি বাড়িতে আগুন ছড়িয়েছে সেখানকার বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড। যদিও তদন্ত চলছে। এদিকে এলাকাবাসীদের অভিযোগ, গুদামটি বেআইনিভবে তৈরি। বহু দাহ্য পদার্থ মজুত ছিল ওই গুদামে। যা ঘিরে উত্তেজনাও ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (আজকাল)