• লাভের অঙ্ক ৭২৪ কোটি
    দৈনিক স্টেটসম্যান | ২৯ এপ্রিল ২০২৪
  • দিল্লি, ২৯ এপ্রিল? সোমবার আর্থিক বছরের হিসেব-নিকেষের খাতায় লাভের ফল জানিয়ে বেশ খুশি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরস৷ এদিনের মিটিংয়ে ৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিক এবং বছরের জন্য নিরীক্ষিত আর্থিক ফলাফল অনুমোদন করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে গত আর্থিক বছরে ২,৪৩৭ কোটির তুলনায় ২০২৪ এ তাদের মুনাফা দাঁড়িয়েছে ২,৯৫৭ কোটিতে৷ উভয় বছরের ট্রেডিং লাভ বাদ দিলে, প্যাট এর বৃদ্ধি ছিল বার্ষিক ২৮%৷
    অর্থনৈতিক বছর ২৪-এর চতুর্থ ত্রৈমাসিকে মোট মুনাফা অর্থনৈতিক বছর ২৩-এর চতুর্থ ত্রৈমাসিকের ৮০৩ কোটি টাকার তুলনায় ৭২৪ কোটি টাকায় দাঁডি়য়েছে৷ এদিন ব্যাঙ্কের আর্থিক লাভের কথা জানিয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মিস্টার ভি বৈদ্যনাথন বলেন, ‘এটা জানাতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে আমরা ব্যাঙ্কে ক্রেডিট বিকল্প সহ মোট ডিপোজিট এবং অগ্রিমের ৪,০০,০০০ কোটি টাকার ল্যান্ডমার্ক অতিক্রম করেছি৷ আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যে অ্যাসেটের গুণমান সর্বকালের সর্বোত্তম জিএনপিএ এবং এনএনপিএ যথাক্রমে ১.৮৮% এবং ০.৬০% বজায় রাখা হয়, যা আমাদের ইতিহাসে সর্বনিম্ন এনপিএ ৷ অর্থনৈতিক বছর ২৪এ প্যাট বার্ষিক ২১% বৃদ্ধি পেয়ে ২৯৫৭ কোটি টাকা হয়েছে৷ আরও গুরুত্বপূর্ণ, মূল বাণিজ্য লাভ ব্যতীত বছরে ৩১% বার্ষিক বৃদ্ধি পেয়ে আমাদের ইতিহাসে প্রথমবারের মতো ৬ হাজার কোটি টাকা অতিক্রম করেছে৷ এই ধরনের স্কেল এবং শক্তিশালী লাভজনকতা আমাদের ভারতীয় আর্থিক পরিষেবাগুলিতে বিস্ময়কর সুযোগগুলিতে অংশগ্রহণ করার শক্তি দেয়৷’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)