Prajwal Revanna: ৩ হাজার 'অশ্লীল' ভিডিয়ো ভর্তি পেনড্রাইভ! কংগ্রেসের হাতে ওঠা 'ব্রহ্মাস্ত্র' নিয়ে আগেই সতর্কবাণী পদ্মনেতার
এই সময় | ২৯ এপ্রিল ২০২৪
দাক্ষিণাত্যের রাজনীতিতে তোলপাড় হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার যৌন কেলেঙ্কারি সংক্রান্ত ভিডিয়ো ঘিরে। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপিও। বিজেপির সঙ্গে এই ঘটনার সরাসরি যোগ নেই। কবে দাক্ষিণাত্যে JD(S)-এর বিজেপি নেতৃত্বাধীন NDA জোট রয়েছে। কাজেই JD(S) নেতার এই মারাত্মক কেলেঙ্কারিতে 'মুখ পুড়ছে' বিজেপিরও। নেহাতই বিষয়টি JD(S) অন্দরের বলে সাফাই গাইলেও এমন কেলেঙ্কারি জড়িত পরিবারের সঙ্গে জোটের ফলে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। এই আবহে রাজ্যের সভাপতিকে লেখা কর্নাটকের এক বিজেপি নেতার চিঠিতে উঠে এল আরও ভয়ঙ্কর দাবি। বিষয়টি নিয়ে পরে 'ঘোঁট' পাকবে তা আগেই আঁচ করেছিলেন তিনি। আর তারপরে দলকে সতর্ক করেছিলেন চিঠির মাধ্যমে। JD(S)-এর সঙ্গে জোট বাঁধলে ভবিষ্যতে BJP-র 'মুখ কালো' হতে পারে ইঙ্গিত দিয়েছিলেন। তখনই ওই নেতা দাবি করেছিলেন কংগ্রেস নেতাদের হাতে JD(S) নেতার যৌন কেলেঙ্কারির ভিডিয়ো পৌঁছে গিয়েছে। ভবিষ্যতে এটি নিয়ে বড় ইস্যু তৈরির সম্ভাবনাও রয়েছে। এনিয়ে মুখ খুলেছেন JD(S) সুপ্রিমো এইচ ডি কুমারস্বামী। মা-বোনদের উদ্দেশ্যে তাঁর আশ্বাস ভয় পাওয়ার কোনও কারণ নেই। কেউ দোষ করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি যেই হোন না কেন। মা-বোনেদের পাশে রয়েছে দল। সর্বদা তাঁদের হয়ে আওয়াজ তুলবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।চিঠিতে কী দাবি করেছেন নেতা?
ওই চিঠিতে ওই নেতা দাবি করেছেন একটি পেনড্রাইভ ইতিমধ্য়েই হাতে পেয়ে গিয়েছে কংগ্রেস যাতে প্রায় তিন হাজার যৌন কেলেঙ্কারি সংক্রান্ত রেভান্নার ভিডিয়ো রয়েছে। প্রতিটি ভিডিয়ো মহিলাদের যৌন নিগ্রহ সংক্রান্ত বলে দাবি করেছেন তিনি। চিঠিতে নেতা দাবি করেছেন যে ভিডিয়ো ফুটেজগুলি মহিলাদের ব্ল্যাক মেইল করতে ব্যবহার করেছিলেন রেভান্না সেগুলি প্রকাশ হয়ে গেলে BJP-JD(S) জোটের জন্য বড় ধাক্কা হতে পারে।
বিজেপি রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রকে ৮ ডিসেম্বর ২০২৩-এ এই চিঠি লিখেছিলেন দেবরাজে গৌড়া। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে দলের হোলেনরসিপুরা প্রার্থী হয়েছিলেন তিনি। চিঠিতে লিখেছিলেন, 'JD(S)-এর NDA প্রার্থী প্রজ্বল রেভান্না সহ এইচডি দেবগৌড়া পরিবারের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।' তিনি আরও জানিয়েছিলেন, তাঁর কাছে এমন একটি পেন ড্রাইভ রয়েছে যেটির মধ্যে ২,৯৭৬টি অশ্লীল ভিডিয়ো রয়েছে। ভিডিয়োগুলিতে একাধিক মহিলা সরকারি কর্মকর্তাও দেখা গিয়েছে। ভিডিয়োগুলি তখন যৌন কার্যকলাপে জড়িত থাকার মহিলাদের ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করা হয়েছিল।' বিজেপি নেতা আরও দাবি করেছেন, যৌন হেনস্থার ছবি ও ভিডিয়ো সমন্বিত আরও একটি পেনড্রাইভ জাতীয় কংগ্রেসের নেতাদের হাতে পৌঁছেছে।
সেই সময় জেডিএস-এর সঙ্গে বিজেপি জোট বাঁধার বিষয়টি ভবিষ্যতে 'ব্যাক ফায়ার' হতে পারে বলে সতর্কবাণী দিয়েছিলেন ওই বিজেপি নেতা। লিখেছিলেন, 'যদি আমরা জেডি (এস)-এর সঙ্গে ঝোট বাঁধে লোকসভা নির্বাচনে হাসানে জেডি (এস) প্রার্থীকে মনোনীত করি তবে ভবিষ্যতে এই ভিডিয়োগুলিকেই বিজেপিকে পাঁকে ফেলতে এই ভিডিয়োগুলিকে ব্রহ্মাস্ত্র হিসেবে ব্য়বহার করতে পারে বিরোধীরা। আর তাতে আখেরে কলঙ্কিত হবে বিজেপি। সকলেই তখন বলবে ধর্ষকের পরিবারের সঙ্গে জোট বেঁধেছি আমরা। এটি জাতীয়ভাবে আমাদের দলের ভাবমূর্তির জন্য একটি বড় ধাক্কা হবে।' আগেই সতর্ক করেছিলেন ওই বিজেপি নেতা।
এদিকে প্রজ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর ঘনিষ্ঠ বলে পরিচিত জনতা দল (সেকুলার) বা জেডি (এস) বিধায়ক সোমবার দলের সাংসদ (এমপি) প্রজ্জ্বল রেভান্নাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। জেডি (এস) বিধায়ক শরণ গৌড়া কান্দকুর দলের জাতীয় সভাপতি এবং প্রজ্বলের রেভান্না দাদা এইচডি দেবগৌড়াকে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।