PM Narendra Modi : তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে কোন তিন গুরুত্বপূর্ণ কাজ? ফাঁস করলেন মোদী
এই সময় | ২৯ এপ্রিল ২০২৪
তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা নিয়ে আশাবাদী নরেন্দ্র মোদী। আর ক্ষমতায় এসে এবার কী কী করবেন, সে পরিকল্পনা ফাঁস করলেন নমো। প্রধানমন্ত্রীর চেয়ারে বসেই তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাঁর। সেগুলি কী কী?নিউজ ১৮-কে দেওয়া একটি ইন্টারভিউতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর তাঁর পরিকল্পনা ফাঁস করলেন। এবারের প্রধানমন্ত্রিত্ব বাকি দু'বারের তুলনায় অনেকটাই আলাদা হবে বলে জানিয়েছেন তিনি। মোদী জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র তৃতীয়বার ক্ষমতায় আসা নয় NDA-এর ৪০০ আসন জেতা নিয়েও আশাবাদী।
প্রধানমন্ত্রী হিসেবে কোন তিন বড় প্ল্যান রয়েছে মোদীর?প্রধানমন্ত্রী ঘর যোজনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবার। নরেন্দ্র মোদী জানিয়েছেন,
নরেন্দ্র মোদী বলেন, 'আমার মনে হয়, যাদের কাছে ইলেকট্রিক স্কুটার রয়েছে তারা যেন ঘরেই সেটি সোলার এনার্জি দিয়ে চার্জ দিতে পারেন। এর ফলে এক হাজার থেকে দু'হাজার টাকা পর্যন্ত যাতায়াতের খরচ বেঁচে যাবে প্রত্যেকের।'
বিগত দু'বছরের প্রধানমন্ত্রিত্ব কেমন ছিল?প্রথমবার প্রধানমন্ত্রী থাকাকালীন মানুষের মনজয় করার তাঁর মূল্য লক্ষ্য ছিল বলে জানান নরেন্দ্র মোদী। দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষকে আশ্বাস দেওয়া হয়েছিল, তাদের জীবনযাত্রা আরও উন্নত করবে এই সরকার। নমো বলেন, 'মানুষের আশা আকাঙ্খা ধীরে ধীরে বেড়েছে। বিশ্বাস তৈরি হয়েছে তাদের। আমি এই তৃতীয় পর্বে দেশকে তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক সুপার পাওয়ারে পরিণত করতে চাই। একাদশ থেকে পঞ্চম পর্বে নিয়ে এসেছি দেশকে। তাই মানুষের ভরসা বেড়েছে। সেটাই আমি ধরে রাখতে চাই।'
মোদীর সংযোজন, 'মনমোহন সিংয়ের আমলে আমরা অর্থনৈতিক দিক থেকে বিশ্বে একাদশ স্থানে ছিলাম। সেখান থেকে ভারতকে আমরা পঞ্চম স্থানে টেনে এনেছি। এবার আমরা আরও প্রচেষ্টা চালিয়ে ভারতকে তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তিশালী দেশ করে তুলব।'
বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবাচলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন 'মুফত বিজলি যোজনা'। বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিতে এই প্রকল্প তৈরি করা হয়। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মোট ৭৫ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে প্রত্যেক ঘরে। স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতের সাহায্য়ে এই প্রকল্পের আওতায় ছাদে সোলার প্যানেল লাগানোর প্রয়াসও করা হচ্ছে।