১ মে পর্যন্ত চরম লু, পারদ চড়বে ৪৫ ডিগ্রিতে! দুপুরে কার্ফু পরিস্থিতি বাংলা-বিহার-ওডিশায়
এই সময় | ২৯ এপ্রিল ২০২৪
রাজ্যে রাজ্যে বইছে মারাত্মক লু। বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ঘর থেকে বাইরে বেরনো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দেশের পূর্ব, মধ্য এবং দক্ষিণের রাজ্যগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে, কার্ফু জারি করার উপক্রম বাংলা, বিহার, ওডিশায়।১ মে পর্যন্ত জ্বালাপোড়া গরমপশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা, ঝাড়খণ্ডে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়ছে। মহারাষ্ট্র, ওডিশা এবং কেরালায় একাধিক এলাকায় লুয়ের ব্যাপক তাণ্ডব চলছে। ওডিশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গত ১৫ দিন ধরে টানা লু বইছে। আগামী দু'দিন ঝাড়খণ্ড এবং ওডিশাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিহারের ২৬টি এলাকায় আগামী কয়েকদিন ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা। ত্রিপুরাতেও লু এবং মারাত্মক গরমের পূর্বাভাস রয়েছে। আগামী ১ মে পর্যন্ত এই জ্বালাপোড়া গরম চলবে সেখানে।
পারদ চড়বে ৪০-৪৫ ডিগ্রিতেপশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তর প্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্রে অতি প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে IMD। মঙ্গল পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে বলেও জানানো হয়েছে। আগামী তিনদিন পর্যন্ত সংশ্লিষ্ট রাজ্যগুলিতে শুষ্ক এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওডিশায় তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
IMD জানাচ্ছে, ওডিশা এবং বাংলার বেশ কিছু অংশে আগামী ১ মে পর্যন্ত চার থেকে নয় ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকতে পারে। মুম্বইয়ের তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। বেঙ্গালুরুতে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে নয়া রেকর্ড তৈরি করেছে। আগামী ১ মে পর্যন্ত কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, কেরালার পরিস্থিতিও দুর্বিসহ হয়ে উঠতে চলেছে। প্রখর দহন থাকবে উত্তর প্রদেশে। অসম, মেঘালয়, ত্রিপুরা এবং গোয়াতেও তাপমাত্রা চরমে উঠবে। তবে এই চার রাজ্যে কোনও হিটওয়েভ ওয়ার্নিং নেই।
রবিবার ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে গিয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওডিশা, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানার কিছু কিছু অংশে। ৪২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তর প্রদেশের কিছু কিছু অংশে।
কোন কোন অংশে বৃষ্টির পূর্বাভাস?মৌসম ভবন জানিয়েছে, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে তুষারপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই লাদাখ, কাশ্মীর ও সিমলার প্রাণ জোড়ানো তুষারপাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে।