• Fact Check : কংগ্রেসের হয়ে প্রচার শাহরুখের? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
  • সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়। কখনও আবার সেগুলির সত্যতা নিয়েও প্রশ্ন উঠে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে বলিউড তারকা শাহরুখ খানের মতো দেখতে এক ব্যক্তিকে মহারাষ্ট্রের শোলাপুরে কংগ্রেসের হয়ে ভোট প্রচার করতে দেখা যায়। ইন্টারনেটে সেই ভিডিয়োটি শেয়ার করে দাবি করা হয় যে কংগ্রেসের হয়ে শাহরুখ খান ভোটের প্রচার চালাচ্ছেন।ভিডিয়োটি নজরে আসার পরে সংবাদমাধ্যম বুম যাচাই করে দেখে যে ভিডিয়োটিতে আসলে শাহরুখ খানের নয়। বরং শাহরুখের মতো দেখতে সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি ইব্রাহিম কাদরি। ৩০ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিয়োতে শাহরুখ খানের মতো দেখতে এক ব্যক্তিকে মহারাষ্ট্রের শোলাপুরে একটি লরিতে চেপে কংগ্রেসের সমর্থনে ভোটের প্রচার করতে দেখা যায়। ভিডিয়োটির ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান 'বাদশা ও বাদশা' ব্যবহার করা হয়।

    ভিডিয়োটি শেয়ার করে ফেসবুকে একজন ইউজার ক্যাপশনে লেখেন, 'মহারাষ্ট্রে কংগ্রেসের প্রচারে শাহরুখ খান।' আরও এক ইউজার ওই একই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'কংগ্রেসের ওপরে আস্থা শাহরুখ খানের, কংগ্রেসের হয়ে ভোটের প্রচারে শাহরুখ খান।'

    ভাইরাল ভিডিয়োর স্ক্রিনশট

    কীভাবে জানা গেল আসল সত্যসংবাদমাধ্যম বুম লক্ষ্য করে ভাইরাল ভিডিওটির উপরে ডানদিকে একটি সংবাদমাধ্যমের লোগো দেখা যাচ্ছে। এই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করে ওই সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে ১৯ এপ্রিল ২০২৪ তারিখে পোস্ট করা ভাইরাল ভিডিয়োর একটি দীর্ঘতর ভার্সান পাওয়া যায়। দেখা যায় ৩৮ সেকেন্ডের ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, 'কংগ্রেসের প্রচারে নকল শাহরুখ।' ভিডিয়োটির ব্যাকগ্রাউন্ডে 'বাদশা ও বাদশা' গানটিও শোনা যায়। ভিডিয়োটিতে লোকেশন হিসেবে শোলাপুর, মহারাষ্ট্র লেখা দেখতে পায় বুম।

    View this post on InstagramA post shared by Ibrahim qadri (@ibrahim_qadri)

    এরপর, বুম কিওয়ার্ড সার্চ করে আরও একটি সংবাদমাধ্যমের ওই একইদিনে আরও একটি প্রতিবেদন পায়। ওই প্রতিবেদন থেকে বুম জানতে পারে ভাইরাল ভিডিওর ব্যক্তি শাহরুখ খান নন, ইব্রাহিম কাদরি। শোলাপুরের কংগ্রেস প্রার্থী প্রণীতি শিন্ডে ইব্রাহিমকে নিয়ে ভোটের প্রচারে বেরিয়েছিলেন। আবার ১৯ এপ্রিল ২০২৪ তারিখে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় শোলাপুরে কংগ্রেসের হয়ে ইব্রাহিম কাদরি প্রচার করতে আসেম। আবার ইব্রাহিম কাদরির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শোলাপুরে কংগ্রেসের হয়ে তাঁর ভোটপ্রচারের একটি রিল নজরে আসে বুমের। এর থেকেই বুম এই সিদ্ধান্তে উপনীত হয় যে, ভিডিয়োতে শাহরুখ খান নয়, ইব্রাহিম কাদরিকে দেখা যাচ্ছে।

    (This story was originally published by BOOM and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)
  • Link to this news (এই সময়)