• মাস পয়লায় ক্রেডিট হবে শিক্ষকদের স্যালারি, বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
  • আর চিন্তা রইল না সরকারি স্কুলের শিক্ষকদের। বেতন নিয়ে আর চাতক পাখির মতো অপেক্ষা করার দিন শেষ। বেতন নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব। এবার থেকে কর্পোরেট কায়দায় হবে বেতন!বিহারের বিপিএসসি (Bihar Public Service Commission) শিক্ষকদের বেতন নিয়ে সুখবর দিয়েছেন বিহারের শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব কে কে পাঠক। কে কে পাঠক DEO-কে নির্দেশ দিয়েছেন যে কোনও অবস্থায় শিক্ষকরা যাতে প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে যাতে বেতন পান তা নিশ্চিত করতে হবে,অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। কে কে পাঠক সাফ জানিয়ে নির্দেশ দিয়েছেন, যে কোনও অবস্থাতেই ২৫ তারিখের মধ্য়ে জেলার শিক্ষকদের বেতন বিল সংগ্রহ করতে হবে। শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব কে কে পাঠক শিক্ষকদের বেতন নিয়ে সমস্ত জেলা শিক্ষা আধিকারিক এবং প্রোগ্রাম অফিসারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে ১ থেকে ৫ তারিখের মধ্যে সশিক্ষকদের নির্দিষ্ট সময়ের মধ্য়ে বেতন দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন।

    কে কে পাঠকের এই নির্দেশ অনুযায়ী প্রতি মাসের প্রথম তারিখে বেতন পাবেন প্রায় ছয় লাখ শিক্ষক। এই বিষয়ে শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কে কে পাঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষকদের বেতন পর্যালোচনা করেন। বেতন সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি সকল জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেন যে কোনও পরিস্থিতিতেই প্রতি মাসেই প্রথম দিনে শিক্ষকদের বেতন পরিশোধ করতে হবে অন্যথায় জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রোগ্রাম অফিসারদের দায়িত্ব নিতে হবে। সমগ্র শিক্ষা অভিযান এবং জেলা প্রোগ্রাম অফিসার (সংস্থাপন)- এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    কে কে পাঠক সকল জেলা শিক্ষা অফিসারকে এই ব্যাপারে আগাম প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। বেতন সংক্রান্ত দাবি যথা সময়ে বিভাগে পাঠাতে হবে। এভাবে সময়মতো বেতন পরিশোধের ব্যবস্থা করছে শিক্ষা বিভাগ। এর জন্য জেলা থেকে বিভাগ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি মাসের ২০ তারিখ থেকে বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

    ব্যাংকে টাকা জমা দিতে হবে পরামর্শ: কে কে পাঠককে কে পাঠক নির্দেশ দিয়েছেন যে কোনও মূল্যে, মাসের ২৫ তারিখের মধ্যে জেলার সমস্ত ব্লক শিক্ষা আধিকারিকদের কাছ থেকে শিক্ষকদের বেতন বিল তলব করতে হবে এবং সমস্ত শিক্ষকদের বেতন ২৯ থেকে ৩০ তারিখের মধ্যে ব্যাঙ্কে জমা দেওয়ার পরামর্শ দেওয়া উচিত, যাতে প্রতি মাসের বেতন প্রথম তারিখেই পরিশোধ করা যায়। কে কে পাঠকের এই নির্দেশ বাস্তবায়িত হলে শিক্ষকদের বেতনের জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে না।
  • Link to this news (এই সময়)