হাজার হাজার বছরের পুরনো! আজও ব্যবহৃত হয় ভারতের যে ৭ ভাষা, বাংলা রয়েছে তালিকায়?
এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
ভারতে ভাষাগত বৈচিত্র্যের কথা কারও অজানা নয়। এই দেশের বুকেই হরেক রকম ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করেন সাধারণ মানুষ। রাজ্য বিশেষে সেই ভাষা পরিবর্তিত হয়। প্রাচীন কাল ভারতের এই ভাষাগত বৈচিত্র্য বিদ্যমান। সময়ের সঙ্গে অনেক ভাষা হারিয়ে গিয়েছে। অনেক ভাষা আবার সময়ের সঙ্গে পরিবর্তিতও হয়েছে। তবে আজও ভারতের বুকে রয়ে গিয়েছে এমন কয়েকটি ভাষা যা প্রাচীনকাল থেকে একটানা অবিকৃতভাবে ব্যবহৃত হয়ে আসছে। যোগাযোগের ভিত্তি হল ভাষা। কার্যকরভাবে যোগাযোগ করার জন্য একে অপরের ভাষাকে সম্মান করা, স্বীকার করা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ।তামিল ভাষা
পাঁচ হাজারের বছরের পুরনো এই দ্রাবিড় ভাষা। ভারতের ঐতিহ্যপূর্ণ ভাষাগুলির মধ্য়ে অন্যতম এই ভাষা। দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা এবং তার বাইরেও লাখ লাখ মানুষের কথ্য ভাষা তামিল। সাহিত্য সমৃদ্ধ এই ভাষা আজও ভারতের গর্ব।
সংস্কৃত সংস্কৃত ভাষাকে ভারতীয় ভাষার জননী আখ্য়া দেওয়া হয়। ৩৫০০ বছরের ইতিহাস সমৃদ্ধ এই ভাষা। সংস্কৃতেই রয়েছে একাধিক ধর্মগ্রন্থ। এই ভাষার গভীর প্রভাব রয়েছে হিন্দু, জৈন, বৌদ্ধ সংস্কৃতির উপর। আজও এই ভাষার মর্যাদা উচ্চ আসনে প্রতিষ্ঠিত। প্রচুর মানুষ আজও সংস্কৃত ভাষা নিয়ে অধ্যয়ন করেন।
কন্নড়
আর একটি দ্রাবিড় ভাষা কন্নড়। এই ভাষা তার শিকড় বিস্তার করে রয়েছে ২০০০ বছরের পুরনো ইতিহাসেও। এই ভাষা কর্নাটকে ঐতিহ্যের তাৎপর্য বহন করে। পাশাপাশি দক্ষিণ ভারতীয় সংস্কৃতির আধারকে সকলের সামনে উন্মোচন করে।
তেলেগু
২০০০ বছরের পুরনো ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে তেলেগু ভাষা। ভারতের শাস্ত্রীয় ভাষাগুলির অন্যতম। অন্ধ্র প্রদেশ, তেলিঙ্গানা লাখ লাখ মানুষ এই ভাষায় কথা বলে। এই ভাষায় লেখ্য সাহিত্য, সংস্কৃতি ভারতের ঐতিহ্যকে আরও শক্তিশালী করেছে।
মালায়লাম
এই ভাষাও ২০০০ বছরের পুরনো। কেরালা রাজ্যকে আরও সমৃদ্ধ করেছে এই ভাষার লেখা পাণ্ডুলিপি, সাহিত্যকর্ম।
ওড়িয়া
২০০০ বছরের পুরনো ওড়িয়া ভাষা। এই ভাষার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পুরনো ইতিহাস। ভারতের শাস্ত্রীয় ভাষাগুলির মধ্যে এটি অন্যতম। এই ভাষা সমৃদ্দ সাংস্কৃতিক ঐহিত্যের প্রতিনিধিত্ব করে। দেশের ভাষাগত বৈচিত্র্যে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে এই ভাষা।
মারাঠি
১৩০০ বছরের ইতিহাস সমৃদ্ধ এই ভাষা ইন্দো-আর্য ভাষা। মহারাষ্ট্রের বিকাশ লাভ করে। সাহিত্যের দিক থেকেও এই ভাষার বিপুল অবদান রয়েছে। পশ্চিম ভারতীয় সংস্কৃতির আধার এই ভাষা। তবে সাত ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান নেই।