• ফাইনালেও নেই সাদিকু, চার ম্যাচের জন্য নির্বাসিত
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইএসএল ফাইনালে নামার আগে বড় ধাক্কা খেল মোহনবাগান। ফাইনালেও পাওয়া যাবে না আর্মান্দো সাদিকুকে। রেফারির সঙ্গে বচসা এবং অশালীন ভাষা প্রয়োগের জন্য চার ম্যাচের জন্য সাসপেন্ড করা হল সাদিকুকে। সোমবার ফেডারেশনের পক্ষ থেকে এই রায় জানিয়ে দেওয়া হয়। এমন কিছু যে হতে পারে তার আভাস পাওয়া গিয়েছিল একদিন আগেই। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওড়িশাকে হারিয়ে ফাইনালে ওঠার পর খোদ সাদিকু জানান, তাঁকে তিন থেকে চার ম্যাচ নির্বাসিত করা হতে পারে। তবে তখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায়, একটা আশা ছিল। কিন্তু শেষপর্যন্ত শাস্তির হাত থেকে রেহাই পেলেন না আলবেনিয়ান স্ট্রাইকার। নির্বাসনের ফলে চলতি মরশুম শেষ সাদিকুর। ফাইনাল তো বটেই হয়তো ভুবনেশ্বরেই সবুজ মেরুন জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সাদিকু। পারফরম্যান্স অনুযায়ী আরও এক বছর বাগানে খেলার সম্ভাবনা কম। 
  • Link to this news (আজকাল)