• জায়গা নিশ্চিত নয় রিঙ্কুর, হার্দিককে নিয়ে চলছে জল্পনা...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সময় এগিয়ে যাচ্ছে। কিন্তু এখনও দল ঘোষণা করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। একই মেরুতে নেই বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর এবং রোহিত শর্মা। হার্দিক পাণ্ডিয়াকে নিয়েও দু"জন দুই মেরুতে। শনিবার দু"জনের প্রাথমিক আলোচনা হয়। রবিবার আবার বৈঠকে বসেন রোহিত এবং অজিত। সেই কারণেই ১৫ জনের চূড়ান্ত দল এখনও ঘোষণা করতে পারছে না বোর্ড। মায়াঙ্ক যাদবকে নিয়েও আলোচনা চলছে। দেশের জার্সিতে খেলার কোনও অভিজ্ঞতা না থাকলেও গতির জন্য তাঁকে নিতে চাইছে নির্বাচকদের একাংশ। তবে চোট-আঘাতের সমস্যা রয়েছে। তাই হয়তো শেষপর্যন্ত তাঁকে নাও নেওয়া হতে পারে। রিঙ্কু সিংয়ের জায়গাও নিশ্চিত নয়। একটি রিপোর্ট অনুযায়ী, তাঁর জায়গায় একজন ব্যাকআপ বোলারকে নেওয়া হতে পারে। আইপিএলে খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ পায়নি রিঙ্কু। এটা তাঁর বিরুদ্ধে যেতে পারে। নামের পেছনে ছুটছে বিসিসিআই। হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে একটা সংশয় থাকলেও বোর্ডের অধিকাংশ কর্তা তাঁকে বিশ্বকাপের দলে রাখার পক্ষে। তাই মুম্বই ইন্ডিয়ান্সের নেতার জায়গা প্রায় পাকা বলা যেতে পারে। ১ মে দল ঘোষণার শেষ দিন। অর্থাৎ মঙ্গলবারই ভারতের ১৫ জনের দল ঘোষণা হবে। 
  • Link to this news (আজকাল)