• ‌ব্যাটে বইবে রানের বন্যা, দুরন্ত পারফরম্যান্সের অপেক্ষায় অভিষেকের পরিবার...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধে গর্জে উঠবে অভিষেকের ব্যাট। বইবে রানের বন্যা। আশায় চন্দননগরের ক্রিকেটার অভিষেক পোড়েলের পরিবার। সোমবার সন্ধেয় কলকাতা বনাম দিল্লি ম্যাচ দেখতে ইডেন যাচ্ছে অভিষেক পোড়েলের গোটা পরিবার। গ্যালারি থেকে বাড়ির ছেলেকে সাপোর্ট করবেন পরিবারের সকলে মিলে। তাঁরা আশাবাদী অন্তত এইবার অর্ধশতরান করবে অভিষেক। ২০২৩ আইপিএলে অভিষেক। চোট পাওয়া ঋষভের জায়গায় পোড়েলকে নিয়েছিল দিল্লি। তবে এবার পন্থ সুস্থ হয়ে ওঠায় অভিষেক নিয়মিত প্রথম একাদশে জায়গা পাবেন কি না তা নিয়ে প্রশ্ন ছিল। তবে প্রথম ম্যাচেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ১০ বলে ৩২ রান করেন। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিষেককে। আইপিএলে এখনও অবধি করেছেন ২১৭ রান। সর্বোচ্চ ৪২। ওপেন করতে নেমে এই রান এসেছিল তাঁর ব্যাট থেকে। প্রসঙ্গত, চন্দননগর রথের সড়ক এলাকায় অভিষেকের বাড়ি। সেখানেই থাকে তাঁর পরিবার। সোমবার ইডেনে কলকাতা বনাম দিল্লি ম্যাচ। তাই সকাল থেকেই চন্দননগরের পোড়েল বাড়িতে শুরু হয়েছে ম্যাচ দেখতে যাওয়ার তোড়জোড়। পরিবারের সকলেই ব্যস্ত হয়ে রয়েছেন ইডেনে যাওয়ার জন্য। ঘরের ছেলের জন্য পরিবারের সমর্থন থাকবে দিল্লির দিকে। এদিন চরম ব্যস্ততার মধ্যেই অভিষেকের বাবা সোমনাথ পোড়েল জানিয়েছেন, ‘‌ইডেন গার্ডেনসের মাঠ অভিষেকের ছোটবেলা থেকেই পরিচিত। সেখানে প্র্যাকটিস করেই বড় হয়েছে অভিষেক।’‌ ছেলের খেলা দেখতে যাচ্ছেন। খুশি মা অনিমা পোড়েল। তিনি বলেছেন, ‘‌মাঠে যাচ্ছি দিল্লিকে সাপোর্ট করতে। এতদিন আইপিএলে কলকাতাকে সমর্থন করেছিল। কিন্তু গত দুই বছর ধরে দিল্লিকে সাপোর্ট করছি।’‌ 
  • Link to this news (আজকাল)