• ‌মনোনয়নপত্র জমা করলেন রচনা
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন, ‌হুগলি:‌ একেবারে শোভাযাত্রা সহকারে পৌঁছে হুগলি জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন দিদি নম্বর ওয়ান। সোমবার চুঁচুড়া খাদিনা মোড় থেকে শুরু হয় শোভাযাত্রা। ঢাক, বাজনা, মতুয়া সম্প্রদায়ের মানুষ ও বাদ্যযন্ত্র সহকারে হুডখোলা গাড়িতে চড়ে খাদিনা মোড় থেকে শোভাযাত্রা সহ মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নিয়ে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌঁছয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। সেখান থেকে মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র এবং অসিত মজুমদারকে সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করতে যান রচনা। জেলাশাসকের দপ্তরে পৌঁছে জেলাশাসক মুক্তা আর্যর কাছে মনোনয়ন জমা দেন। মনোনয়নের দিন দিদি নম্বর ওয়ানের পোশাকেও ছিল নতুন চমক। আর মনোনয়নে ছিল একটু অন্য ছোঁয়া। যেমন রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি এদিন রচনার সঙ্গে ছিলেন তাঁর বাল্যকালের বন্ধুরা। বাল্যকালের বন্ধুদের নিয়ে স্পেশাল পোশাকে মনোনয়ন জমা করেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী। এদিন মনোনয়ন জমা উপলক্ষে কলকাতা থেকে তাঁর কুড়িজন বন্ধু এসেছিলেন চুঁচুড়ায়। তাদের পরনে ছিল সাদা পাঞ্জাবি। সুতির সাদা পাঞ্জাবিতে ছিল রচনা ব্যানার্জি ও জোড়াফুলের ছবি। এদিন মনোনয়নপত্র দাখিল করার পর বেরিয়ে এসে রচনা বলেন, ‘‌জীবনে প্রথম মনোনয়ন জমা দিলাম। ছোট বেলার বন্ধুরা এদিন এসেছে।’‌ এদিন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগ। তিনিও এদিন চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দেন। আরামবাগের তৃণমূল প্রার্থীর সঙ্গে এদিন ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় এবং হরিপালের বিধায়ক করবী মান্না। এদিন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব) কুহুক ভূষনের কাছে মনোনয়ন জমা দেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস। উত্তরপাড়া থেকে শোভাযাত্রা সহ বিজেপি প্রার্থীর মনোনয়নে হাজির ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)