• কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, ৩ দিন পর দ্বিতীয় বার হুমকি মেল
    Aajtak | ৩০ এপ্রিল ২০২৪
  • Kolkata  Airport Bomb Threat: ফের হুমকি মেল। বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। গত শুক্রবারও আসে হুমকি মেল। জানা গিয়েছে, সোমবারও বিমানবন্দরের ম্যানেজারের কাছে একটি হুমকি মেল আসে। তাতে লেখা  ছিল যে কোনও মুহূর্তে উড়িয়ে বিমান বন্দর উড়িয়ে দেওয়া হবে। বিমানবন্দরে বোমা রাখা হয়েছে। শুধু কলকাতা নয়, জয়পুর, নাগপুর ও গোয়ার বিমানবন্দরও উড়িয়ে দেওয়ার হুমকি পায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

    হুমকি মেলে শুধুই লেখা ছিল, 'কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে'। মেলটি আসার পর সিআইএসএফ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে তল্লাশি করা হয়।

    মেল পাওয়ার পরই বিমানবন্দরে তৎপরতা, নিরাপত্তায় কড়াকড়ি আরও বাড়ানো হয়। সমস্ত যাত্রীর তল্লাশিও কয়েকগুণ বেড়ে যায়। বিমানবন্দরে স্নিফার ডগ নিয়ে তল্লাশি হয়। যদিও কিছুই মেলেনি। কোথা থেকে এই মেল আসে। কারা এইমেল করেছে তদন্ত শুরু করেছে পুলিশ। 

    প্রসঙ্গত, গত শুক্রবার অর্থাৎ ২৬ এপ্রিল দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে একইভাবে বোমাতঙ্কের মেল আসে। বারবার কারা এবং কেন এই ধরনের মেল পাঠাচ্ছে তা জানতে তদন্তে নেমেছে এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশ।
  • Link to this news (Aajtak)