দক্ষিণবঙ্গের ৮ জেলায় গরমের লাল সতর্কতা, স্বস্তির বৃষ্টি নিয়েও বড় আপডেট
এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
গরমে 'জ্বালাপোড়া' অবস্থা শহর কলকাতা সহ গোটা দক্ষিবঙ্গের। বৃষ্টির কোনও দেখা নেই। গরম আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল মানুষ। বৃষ্টির আশায় কার্যত চাতক পাখইর মতো অপেক্ষায় আট থেকে আশি। কিন্তু সমস্ত আশাই বৃথা, আকাশে না মেঘ, না বৃষ্টি, কোনও কিছুরই খবর নেই। উলটে স্বাভাবিকের চেয়ে অনেকটাই উপরে দিনের তাপমাত্রা। বজায় রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি।দক্ষিণের আবহাওয়ার খবরআলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের এই পরিস্থিতিই বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে গরম ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছতে পারে। এক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা বাদে বাকি জেলাগুলিতে লাল সতর্কতা জারি থাকছে। সেক্ষেত্রে আপাতত দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে স্বস্তির কোনও খবর দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
কলকাতার তাপমাত্রা কত?হাওয়া অফিসের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী, আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যেটিও স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা খুবই বেশি। সারাদনি স্বচ্ছ আকাশ থাকলেও বিকেল বা সন্ধের দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?গরমের দাপট বজায় থাকবে উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও। অর্থাৎ উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে থাকতে পারে অস্বস্তিকর গরম। অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি গরমের ইনিংস চলবে উত্তররবঙ্গে বেশকিছু জেলাতেও।
বৃষ্টির খবর আছে?তবে এর মধ্যে রয়েছে বৃষ্টির খবরও। হাওয়া অফিস জানাচ্ছে, আজ মঙ্গলবার থেকে থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া। বুধ ও বৃহস্পতিবার আলিপুরদুয়ার , বৃহস্পতিবার কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে আগামী রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হতে পারে হালকা বৃষ্টি। তবে আগামী সপ্তাহের সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এখন সেই বৃষ্টির আশাতেই মানুষ।