• Rajnath Singh Net Worth : প্রতিরক্ষামন্ত্রীর নেই গাড়ি, সম্পত্তিতে রিভলভার-ডবল ব্যারেল গান! কত টাকার মালিক রাজনাথ সিং?
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
  • নিজস্ব কোনও গাড়ি নেই দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। লখনউ কেন্দ্র থেকে এবারও লোকসভার লড়াইয়ে তিনি। সোমবারই নির্বাচন কমিশনে জমা পড়েছে তাঁর মনোনয়ন পত্র। সেখানে দেওয়া হলফনামায় এই তথ্য উল্লেখ করেছেন মোদীর কিচেন ক্যাবিনেটের এই সদস্য। কত সম্পত্তির মালিক রাজনাথ সিং?হলফনামায় উল্লেখ করা তথ্য বলছে, লখনউ কেন্দ্রের বর্তমান সাংসদ রাজনাথ সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ ৭ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তি রয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকার।

    রাজনাথ সিংয়ের সম্পত্তির মধ্যে রয়েছে .৩২ ক্যালিবারের একটি রিভলভার এবং একটি ডবল ব্যারেল গান। দু'টিরই মূল্য ১০ হাজার টাকা করে। রাজনাথ সিং এবং তাঁর স্ত্রীর কাছে মোট গয়না রয়েছে ৬৫ লাখ টাকার।

    রাজনাথ সিং হলফনামায় দাবি করেছেন তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই। ১৯৭১ সালে বিজ্ঞানে গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, পেনশন, ভাতা, বেতন থেকে তাঁর পরিবারের রোজগার আসে। এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে ৭৫ হাজার টাকা নগদ। তাঁর স্ত্রীর হাতে রয়েছে ৪৫ হাজার টাকা।

    রাজনাথ সিংয়ের হলফনামা

    চন্দাউলি জেলায় একটি ১ কোটি ৪৭ লাখ টাকার কৃষিজমি রয়েছে রাজনাথ সিংয়ের নামে। লখনউয়ের গোমতিনগরে রয়েথে ১ কোটি ৮৭ লাখ টাকা মূল্যের একটি বাড়ি।

    হলফনামা অনুযায়ী, ৭২ বছরের এই দুঁদে রাজনীতিবিদ ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে নিয়মিত সক্রিয়।

    উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি লখনউ কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির পুনম সিনহাকে হারিয়েছিলেন। ২০১৪ সালে তিনি পরাজিত করেছিলেন কংগ্রেস প্রার্থী রিতা বহুগুনা জোশীকে। লখনউয়ের আগে ২০০৯ সালে রাজনাথ সিং গাজিয়াবাদ কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আগামী ২০ মে, লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় লখনউ কেন্দ্রে ভোটগ্রহণ।

    মনোনয়ন জমা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। অমেঠি লোকসভা কেন্দ্রে এখও পর্যন্ত কার্যত খোলা ময়দানেই দাপিয়ে প্রচার সারছেন তিনি। তাঁর সিন্দুক ভর্তি কোটি কোটি টাকার সোনাদানা এবং একাধিক জমি-বাড়ির কথা উল্লেখ রয়েছে হলফনামায়। স্মৃতি ইরানির মোট সম্পত্তির পরিমাণ ৮ কোটি ৭৫ লাখ ২৪ হাজার ২৯৬ টাকা। ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে সামান্য বেড়েছে স্মৃতি ইরানির রোজগার। আগের অর্থবর্ষে তিনি আয় করেছেন ৯৬ লাখ ৬৫ হাজার ৬৬৫ টাকা। যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ লাখ ৮৭ হাজার ৪৮৭ টাকা।
  • Link to this news (এই সময়)