• Ravindra Jadeja:‌ টি২০ বিশ্বকাপের দল নির্বাচনের আগে জাদেজার ব্যাটিং নিয়ে প্রশ্ন প্রাক্তনদের ...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবারই সম্ভবত টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করবে ভারত। সেই দলে কারা কারা থাকবেন তা নিয়ে কিছুদিন ধরেই জোর জল্পনা চলছে। অনেক প্রাক্তন ক্রিকেটারই নিজেদের পছন্দ মত দল তৈরি করছেন। সেখানে রবীন্দ্র জাদেজাকে অনেকেই অটোমেটিক চয়েস ধরছেন। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি মোটেই খুশি নন জাদেজার আইপিএল পারফরম্যান্সে। তাঁর স্পিন বোলিংয়ে ভরসা রাখলেও ব্যাটসম্যান জাদেজার উপর ভরসা রাখতে পারছেন না মুডি। প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপে সাত নম্বরে জাদেজার নাম ভাবা হচ্ছে। কিন্তু চেন্নাই জাদেজাকে একটু উপরের দিকে ব্যাট করতে পাঠাচ্ছে। তবে তাঁর পারফরম্যান্স বড়ই সাদমাটা। ৯ ম্যাচে এখনও অবধি করেছেন মাত্র ১৫৭ রান। স্ট্রাইক রেট ১৩১.‌৯৩। মুডি বলছেন, ‘‌ভারতের সেরা বাঁহাতি স্পিনার জাদেজা। এবিষয়ে সন্দেহ নেই। কিন্তু আমার দলে ও সাত নম্বরে ব্যাট করার সুযোগ পাবে না। জাদেজাকে স্ট্রাইক রেট আরও বাড়াতে হবে। এরকম চললে বিশ্বকাপের দলে জাদেজা সাত নম্বরে উপযুক্ত নয়।’‌ একই সুর ইরফান পাঠানের গলাতেও। তিনি বলেছেন, ‘‌সাত নম্বরে ব্যাট করার অর্থ, তোমাকে ফিনিশার হিসেবে ভাবা হচ্ছে। কিন্তু জাদেজার সাম্প্রতিক ব্যাটিং ফর্ম কিন্তু সেকথা বলছে না।’‌ 
  • Link to this news (আজকাল)