• চাকরি বাতিলের রায়ে এখনই স্থগিতাদেশ নয়, সুপ্রিম কোর্টে ঝুলে রইল ২৬০০০ প্রার্থীর ভাগ্য...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬,০০০ প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল এসএসসি। সোমবার ছিল সেই মামলারই শুনানি। সওয়াল জবাব শেষে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ফলে, চাকরি বাতিলের নির্দেশ এখনও বহাল রইল। এদিন সওয়াল জবাব চলাকালীন একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কমিশনকে। আদালতের প্রশ্ন এক জায়গাতেই। চাকরি বাতিলের ক্ষেত্রে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার উপায় কী? যেহেতু ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছে সেক্ষেত্রে নতুন করে মূল্যায়নের কোনো প্রশ্ন নেই। সম্পূর্ণ তথ্য না জেনে আগেভাগেই কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এদিন মামলার শুনানি ছিল। রাজ্যের কাছে আদালত জানতে চায়, এত সংখ্যক চাকরিপ্রার্থী রয়েছেন। তার মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য, তাদের আলাদা করার কী উপায় রয়েছে। রাজ্যের তরফে জানানো হয়, এর বিকল্প পথ রয়েছে। কিন্তু সেই বিকল্প পথটা কী তা স্পষ্ট জানাতে না পারায় এদিন স্থগিত রাখা হয় শুনানি। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে।
  • Link to this news (আজকাল)