• আজই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, গরমে কোন কোন জেলায় স্বস্তি?
    Aajtak | ৩০ এপ্রিল ২০২৪
  • গরমে রোজই রেকর্ড তৈরি হচ্ছে কলকাতা-সহ রাজ্যে। সোমবার ছিল কলকাতার উষ্ণতম দিন। মঙ্গলবার ভোর থেকেও গরমের দাপট অব্যাহত। সকালেই যা রোদের তাপ তাতে নাকাল সকলে। বেলা গড়ালে আজও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। কোনও কোনও জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, অসহ্য গরম থেকে স্বস্তি দিতে আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রীষ্মকালীন এই বৃষ্টিই কালবৈশাখী নামে পরিচিত। যদিও আবহবিজ্ঞানে কালবৈশাখীর আলাদা ব্যাখ্যা রয়েছে। 

    তাপপ্রবাহের সতর্কতা

    হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। চরম তাপপ্রবাহ চলবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম,  বাঁকুড়া , দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে।  দক্ষিণ ২৪ পরগনা বাদে এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুরেও তাপপ্রবাহ বইতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অস্বস্তিকর গরম থাকবে। 

    কেমন থাকবে তাপমাত্রা?

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিনে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না।

    বৃষ্টির পূর্বাভাস

     হাওয়া অফিস সূত্রে খবর,  রবিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধ এবং বৃহস্পতিবার আলিপুরদুয়ার , বৃহস্পতিবার কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    কলকাতায় কত তাপমাত্রা?

    হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রির কাছে। সোমবার কলকাতার  সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৬.১ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৯.৪  ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। শহরে  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮১ শতাংশ এবং ন্যূনতম ২৪ শতাংশ। 
     
  • Link to this news (Aajtak)