'আমার বিয়ে ভাঙার জন্য দায়ী মোদী!' হাপিত্যেশ ৪ স্ত্রী ও ১৬ সন্তানের বাবা পাকিস্তানি পণ্ডিতের
এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
পাকিস্তানের মুসলিম পণ্ডিত তারিক মাসুদের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, একটি বিয়ে না হওয়ার জন্য দায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন এমনটা বললেন তিনি?আসলে তারিক মাসুদের বক্তব্য, ভারতের তরফে তাঁকে ভিসা দেওয়া হয়নি। ফলে তাঁর বিয়ে হতে হতেও হয়নি। তিনি ভেবেছিলেন ২০১৯ সালে ভিসা পাবেন। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর তাঁর ভিসা প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
পাকিস্তানের নাগরিকদের একাধিক বিয়ে করার জন্য উৎসাহিত করেন তারিক মাসুদ। তিনি নিজে চারবার বিবাহ করেছেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে এই পাকিস্তানি পণ্ডিত বলেন, 'আমার একটি বিয়ে হওয়ার কথা ছিল। পাকা কথা হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই মোদী সাহেব ক্ষমতায় এলেন ভারতে। ভিসা পেলাম না। ভেবেছিলাম পরেরবার চেষ্টা করব। পরের নির্বাচনেও ফের মোদী সরকার গঠন হল। ১০ বছর কি আর আমার জন্য কেই অপেক্ষা করবে? আবারও যদি তিনিই ক্ষমতায় আসেন তাহলে কি আমি এখানেই বসলে থাকব না কি? এভাবে কি আর বিয়ে করা যায়? বিয়ে করলে তো সঙ্গে সঙ্গেই কনের বিদাই হয়।'
শোয়েব মালিক এবং সানিয়া মির্জাকে নিয়েও মন্তব্যতারিক মাসুক এর আগে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের তালাক নিয়ে মন্তব্য করেছেন। ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে পাক ক্রিকেটার শোয়েব মালিকের নিকাহ হয়। চলতি বছর তাঁদের তালাকের খবর প্রকাশ্যে আসে। এ প্রসঙ্গে তারিক মাসুদ বলেন, 'কখনও মিঁঞা-বিবির মধ্যে অশান্তি হয় আবার কখনও প্রেম। ভালোবাসা থাকলে একসঙ্গে থাকা যায়। আবার সমস্যা তৈরি হলে আলাদা হয়ে যেতে হয়। এতে এত হইচই করার কিছু নেই। সকলে এমন করছে যেন ভারত-পাকিস্তান যুদ্ধ হচ্ছে।'
চারবার বিয়ে করেছেন তারিক মাসুদপাকিস্তানি ইউটিউবার হাফিজ আহমদকে দেওয়া একটি সাক্ষাৎকারে তারিক মাসুদ ফাঁস করেছিলেন, তিনি চারবার বিয়ে করেছেন। তাঁর ১৬টি সন্তান রয়েছে। প্রত্যেকে আলাদা আলাদা সংসারে থাকেন। একাধিক বিয়ে করা কি অন্যায়? জবাবে তারিক মাসুদ বলেন, 'বেশ কিছুটা সময় আমি অত্যন্ত উদ্বেগে কাটিয়েছি। সম্পর্ক টিকিটে রেখে তা নিকাহ পর্যন্ত নিয়ে যাওয়া এবং সর্বোপরি আগের স্ত্রীর সঙ্গে বনিবনা হওয়ার মতো বিষয়গুলি বিশেষভাবে উদ্বেগের।'