• 'ভারত কোথায় পৌঁছে গেল আর আমরা ভিক্ষে করছি!' পাকিস্তানকে অওকাত বোঝালেন সাংসদ
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
  • এবার ভারতের প্রশংসায় খোদ পাকিস্তানের নেতা। পাক পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতায় এই নেতার গলায় শোনা যায় ভারতের প্রশংসা। একই সঙ্গে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন ভারত সুপার পাওয়ার হওয়ার কাছাকাছি এবং আমরা শুধু ভিক্ষা করছি। তিনি দুই দেশের তুলনা করতে বলে বলেন, একই দিনে স্বাধীনতা পেয়েছিল দুটি দেশ। কিন্তু আজ ভারত পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখছে এবং আমরা দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচার জন্য ভিক্ষা করছি।

    পাকিস্তানের বিশিষ্ট নেতা মাওলানা ফজল উর রহমান পাকিস্তানের সংসদে নিজের দেশকে আয়না দেখিয়েছেন। ফজল উর রহমান বলেন, ভারত যখন বৈশ্বিক পরাশক্তি হওয়ার কাছাকাছি চলে যাচ্ছে, তখন পাকিস্তান নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বিশ্বের কাছে ভিক্ষা করছে। রেহমান পাকিস্তানি সেনাবাহিনীকেও কটাক্ষ করেন।

    জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল প্রধান রেহমান জাতীয় পরিষদে একটি শক্তিশালী ভাষণ দিয়েছেন। তিনি বলেন, আমরা ২০১৮ সালের নির্বাচনেও আপত্তি জানিয়েছিলাম। ২০১৮ সালের নির্বাচনে কারচুপি হলে বর্তমান নির্বাচনে কারচুপি হয়নি কেন? রেহমান পাকিস্তান মুসলিম লিগ এবং পাকিস্তান পিপলস পার্টির ক্ষমতাসীন জোটকে পিটিআইকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলে সরকার গঠনের অনুমতি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আসুন আমরা এখানে বসে থাকি এবং পিটিআই যদি সত্যিই বড় দল হয় তাহলে তাদের সরকার দিন।

    সংসদে কী বললেন ফজল উর রহমান?

    বক্তৃতায় তিনি ভারতের সঙ্গে মিল প্রকাশ করেন। তিনি বলেন, ভারত আর আমাদের তুলনা করুন। দুই দেশই একই দিনে স্বাধীনতা পেয়েছিল, কিন্তু আজ ভারত পরাশক্তি হওয়ারস্বপ্ন দেখছে এবং আমরা নিজেদেরকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে ভিক্ষা করছি। তিনি বলেন, সিদ্ধান্ত অন্য কেউ নেয় কিন্তু সমস্যার জন্য রাজনীতিবিদদের দায়ী করা হয়।

    রেহমান ইসলামিক আদর্শ বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়ে ইসলামিক আইডিওলজি কাউন্সিলের সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেন। মাওলানা ফজল উর রহমান বলেন, আমরা ইসলামের নামে দেশ পেয়েছি। কিন্তু আজ আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছি। ১৯৭৩ সাল থেকে সিআইআই এর একটি সুপারিশও বাস্তবায়িত হয়নি। আমরা কীভাবে ইসলামী দেশ হতে পারি? CCI হল একটি সাংবিধানিক সংস্থা যা আইনের ইসলামিকরণে সাহায্য করার জন্য গঠিত। তিনি আরও বলেন, দেউলিয়া হওয়া এড়াতে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ভিক্ষা চাইছে।

    মাওলানা ফজল উর রহমানেরদল জেইউআই-এফ ছিল পিটিআই এর কট্টর প্রতিদ্বন্দ্বী এবং ইমরান খানকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছিল। তার পতনের পর জোট সরকারের অংশ হয় জেইউআই-এফ। তবে নির্বাচনের পর তিনি পিএমএল-এন ও পিপিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তিনি অভিযোগ করেন, তার দলকে ক্ষমতার বাইরে রাখতেনির্বাচনে কারচুপি করা হয়েছে।
  • Link to this news (এই সময়)