• AAP Leader On RaghaV Chadha: 'দৃষ্টি হারাতে পারতেন রাঘব...', কোথায় পরিণীতির বর? আপডেট আপ মন্ত্রীর
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
  • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পর থেকেই উধাও রাঘব চাড্ডা। রাজনৈতিক ময়দানে চাড্ডার অনুপস্থিতিতে জল্পনা তুঙ্গে। বাতিল করা দিল্লির মদ নীতির চলমান তদন্তে ইডির জাল এড়িয়ে যাওয়ার কৌশল?এইসব প্রশ্নের মাঝেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পরই লন্ডন থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে গ্রেফতারিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছিলেন আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। সেই শেষ। তারপর থেকে কার্যত অন্তরালেই রয়েছেন এই আপ নেতা। আর তাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে বেড়েছে জল্পনা। কোথায় গেলেন আপ নেতা?

    এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তিনি জানিয়েছেন, রাজ্যসভার সাংসদ আপাতত রয়েছেন লন্ডনে। সেখানে তাঁর চোখে বড় অস্ত্রোপচার হয়েছে। এবং তাঁর অবস্থা গুরুতর ও দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা রয়েছে।

    সৌরভ ভরদ্বাজ বলেন, ‘তাঁর চোখে একটি জটিলতা ছিল এবং আমাকে বলা হয়েছিল যে এটি বেশ জটিল ঠিল যে তিনি তাঁর দৃষ্টিশক্তিও হারাতে পারেন। এরপরই লন্ডনে চোখের অস্ত্রোপচার করেছেন তিনি। সুস্থ হওয়ার সাথে সাথে তিনি ভারতে ফিরে আসবেন এবং নির্বাচনী প্রচারে আমাদের সঙ্গে যোগ দেবেন।’

    আপ এর আগে বলেছিল যে চোখের রেটিনাল বিচ্ছিন্নতা রোধ করতে রাঘব চাড্ডা ভিট্রেক্টমি সার্জারি করাতে ইউকে গিয়েছিলেন।

    গত ৪ মার্চ থেকে লন্ডনে রয়েছেন রাঘব। মদ র্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের ফলে আপ রাজনৈতিক ঝড়ের সঙ্গে লড়াই করছে এমন সময়ে তঁর অনুপস্থিতির কারণে আরও স্পষ্ট হয়ে ওঠেন জাতীয় রাজনীতিতে।

    গতমাসে বিতর্কিত ইউকের সংসদ সদস্য প্রীত কৌর গিলের সঙ্গে দেখা করার জন্য বিজেপি রাজ্যসভার সাংসদের তীব্র নিন্দা করেছিল। বিজপি আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ করেছিলেন যে ইউকের খালিস্তানি বিচ্ছিন্নতাবাদের পক্ষে ছিলেন এবং খালিস্তানিদের জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। ভারতের স্বার্থের বিরুদ্ধ লোকদের সঙ্গে দেখা করার জন্য রাঘবের তীব্র নিন্দা করে টুইট করেন মালব্য।

    পাঞ্জাব বিজেপির সভাপতি সুনীল জাখরও চাড্ডার ‘কৌতুহলজনক অনুপস্থিতি’ নিয়ে প্রশ্ন তোলেন।

    এইসব জল্পনা কল্পনার মধ্যেই দিল্লির মন্ত্রী আতিশি এই মাসের শুরুতে দাবি করেছিলেন যে রাঘব চাড্ডা সহ আরও চারজন আপ নেতাকে আগামী দুমাসের মধ্যে ইডি গ্রেফতার করবে।

    তবে এতোকিছুর পরও বিরোধীদের দাবি, দূরে থেকেও মানুষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এমন দিন চলে গেছে। এমনকি লন্ডনে থাকার কারণে কোনও মন্তব্য তিনি করছেন না বা প্রতিবাদে অংশ নিচ্ছেন না কেন তা নিয়েও সরব হয়েছে বিরোধীরা।
  • Link to this news (এই সময়)