'বাংলা হিন্দুবিহীন করার ষড়যন্ত্রের শিকার কী ভাবে হচ্ছে?' প্রশ্ন যোগীর
এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
বাংলায় নির্বাচনী প্রচারে এসে রাজ্য সরকার একহাত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে তুললেন গুরুতর অভিযোগ। পাশাপাশি ফের একবার সোনার বাংলা গড়ে তোলার জন্য বিজেপিকে জয়ী করানোর আবেদন জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল সাহার সমর্থনে প্রচারে এসে যোগী আদিত্যনাথ বলেন, 'একসময় স্বামী বিবেকানন্দ বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন গর্বের সঙ্গে বল আমরা হিন্দু, সেই বাংলা আজ হিন্দুবিহীন করার যড়যন্ত্রের শিকার কী ভাবে হচ্ছে? এই কংগ্রেস ও তৃণমূলকংগ্রেস দু'রকমের ষড়যন্ত্র বাংলায় করছে। একদিকে জনসংখ্যাকে কম করার কুৎসিত চেষ্টা হচ্ছে, অনুপ্রবেশকারীদের বাংলায় ঢুকিয়ে ষড়যন্ত্রকের আপনাদের সংখ্যা কমিয়ে দেওযার চেষ্টা হচ্ছে। অন্দিকে দিল্লিত কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের যে গটবন্ধন রয়েছে, তারা একসঙ্গে মিলে চক্রান্ত করছে যে, মাফিয়া ও অপরাধীদের এখানে সংরক্ষণ দিয়ে, দিল্লি থেকে মোদীজি যে সমস্ত সুবিধা পাঠাচ্ছেন, সেগুলির ওপর ডাকাতি করতে চাইছে।'
এই প্রসঙ্গে নিজের রাজ্যে উত্তরপ্রদেশের প্রসঙ্গও উত্থাপন করেন যোগী। তিনি বলেন, 'আজ উত্তরপ্রদেশ অশান্তি বিহীন, কারফিউ বিহীন, প্রকল্পের লাভ গরীব মানুষ পাচ্ছে। এটা এই কারণেই হচ্ছে, কারণ মোদীজির মার্গদর্শন পেয়েছে উত্তরবঙ্গ। কিন্তু বাংলায় মোদীজি কোনও প্রকল্প পাঠালে তৃণমূল সেটিকে লাগু করতে দেয় না।' যোগী আর বলেন, 'বংলা যে ভাবে আজ বিকাশ থেকে দূরে সরে যাচ্ছে, যে ভাবে বুনিয়াদী সুবিধার জন্য অপেক্ষা করছে, ৭ বছর আগে উত্তরপ্রদেশেরও এই পরিস্থিতিই ছিল। কিন্তু গত ৭ বছরে উত্তরপ্রদেশে কোনও অশান্তি হয়নি, উত্তরপ্রদেশে কোনও কারফিউ হয়নি, উত্তরপ্রদেশে মেয়েরা ও ব্যবসায়ীরা, উভয়েই সুরক্ষিত।'
এদিন অতীতে রামনবমীতে বাংলার বুকে হওয়া অশান্তির প্রসঙ্গও তোলেন যোগী আদিত্যনাথ। যোগী বলেন, 'আমি বাংলার সরকারের কাছে জানতে চাই, রামনবমীর অনুষ্ঠানে বাংলায় অশান্তি কেন হয়েছে? অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে এখানকার সরকার কেন তদন্ত করেনি? যদি এই অশান্তিকারীরে উত্তরপ্রদেশে এমন ধরনের অত্যাচার করত, তাহলে এতদিনে এদের উলটো ঝুলিয়ে ঠিক করে দিতাম আর তাদের এমন হাল করে দিতাম, যে ওদের ৭ পুরুষ ভুলে যেত অশান্তি কেমন হয়।'
সভা থেকে উপস্থিত জনতার মানুষের প্রতি যোগী আবেদন জানিয়ে বলেন যদি, 'বাংলাকে ফের শোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চান, তাহলে ভারতীয় জবতা পার্টিতে ক্ষমতায় আনুন।' আর সেই কারণে বহরমপুরে নির্মল সাহাকে ভোট দেওয়ার আবেদনও জানান তিনি।