• Harvard University: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল প্যালেস্তাইনি পতাকা
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমেই বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। এর মধ্যেই বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল প্যালেস্তাইনি পতাকা। প্রসঙ্গত, আমেরিকার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে প্যালেস্তাইনপন্থী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে প্রশাসন অন্তত ২৭৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। প্রায় সপ্তাহখানেক আগে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে। এদিকে গাজায় ইজরায়েলের আগ্রাসনের জেরে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া এই ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত থাকার পাশাপাশি পুলিশি দমন–পীড়ন এবং গ্রেপ্তার অভিযানও অব্যাহত রয়েছে। এরই মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা ক্যাম্পাসের ভেতরেই প্যালেস্তাইনি পতাকা উত্তোলন করেন। ক্যাম্পাসের আইভি লিগ স্কুলের সামনে যেখানে এই পতাকা উত্তোলন করা হয় সেই জায়গাটি সাধারণত আমেরিকার জাতীয় পতাকার জন্য সংরক্ষিত। এছাড়া বিক্ষোভকারীরা ওয়াশিংটন হিলটন হোটেলের ওপরের ফ্লোরের জানালা থেকেও একটি বিশালাকার প্যালেস্তাইনি পতাকা উত্তোলন করেছিল। এটি মূলত হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির বার্ষিক নৈশভোজের স্থান। 
  • Link to this news (আজকাল)