• Kenya: বাঁধ ভেঙে প্লাবিত কেনিয়ার বিস্তীর্ণ অঞ্চল, ‌‌মৃত অন্তত ৪৫...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তরে একটি শহরের কাছে বাঁধ ভেঙে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। বাঁধ ভাঙার ঘটনাটি ঘটে নাকুরু কাউন্টির মাই মাহিউর কাছে রবিবার গভীর রাতে। পাহাড়ের নিচের দিকে জল প্রবাহিত হয়ে সব কিছু গ্রাস করে। মারাত্মক বন্যায় একটি রাস্তা প্লাবিত হয়েছে। গাছ উপড়ে গেছে, বাড়িঘর ও যানবাহন ভেসে গেছে। নাকুরু কাউন্টি পুলিশ জানিয়েছে ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিথুরে কিনডিকি সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন সমস্ত সরকারি ও বেসরকারি বাঁধ ও জলাশয় পরিদর্শনের। প্রসঙ্গত, মার্চ থেকে কেনিয়ায় বাঁধ ভেঙে ৭৬ জন প্রাণ হারিয়েছেন। এক লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। 
  • Link to this news (আজকাল)