• Myanmar: ‌তীব্র তাপপ্রবাহে পুড়ছে মায়ানমার, তাপমাত্রা ৫০ ছুঁইছুঁই ...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মায়ানমার। চলতি মাসেই সর্বোচ্চ ৪৮.‌২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই মায়ানমারে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। গত রবিবার মধ্য মায়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের চাউক শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮.‌২। প্রসঙ্গত, ৫৬ বছর আগে মায়ানমারে তাপমাত্রা রেকর্ড রাখা শুরু হয়। রেকর্ড রাখা শুরু হওয়ার পর এই প্রথম এপ্রিল মাসে এত বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে মায়ানমারে। রবিবার বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে ৪০ ডিগ্রি ও মান্দালে শহরে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এপ্রিলে সাধারণত যে গড় তাপমাত্রা থাকে, তা থেকে গত বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল ৩–৪ ডিগ্রি বেশি। তীব্র গরমে বাসিন্দারা ঘর থেকেই বেরোচ্ছেন না। 
  • Link to this news (আজকাল)