• FLOODS: বন্যা-ধসের জেরে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, মৃত ৫, আহত বহু
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরে প্রবল ভূমিধস এবং বন্যার জেরে ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। অগনিত বাড়ির ক্ষতি হয়েছে। কয়েকশো বাসিন্দা ইতিমধ্যেই গৃহহারা হয়েছেন। ভারী বৃষ্টি এবং ধসের জেরে ইতিমধ্যেই বিপর্যস্ত ডোডা, রেসি, কিস্তওয়ার, রামবান এবং বারামুলার বিস্তীর্ণ অংশ। ধসের জেরে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে যান চলাচল বিগত তিনদিন ধরেই বন্ধ রয়েছে। কুপওয়াড়ায় পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি ঘটেছে। জলের স্তর কিছুটা নামার পরই মানুষরা তাঁদের ঘরে ফেরা শুরু করে দিয়েছেন। বহু বাড়ি এখনও জলের তলায় চলে গিয়েছে। বেশকিছু বাড়িতে এখনও হাঁটু সমান জল রয়েছে। বন্যা দুর্গত এলাকায় ইতিমধ্যেই ত্রাণ শিবির খোলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বন্যার জেরে সবকিছু হারিয়ে গিয়েছে। এবার খাবার আর পরণের কাপড় দরকার। স্কুল-কলেজগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে ইউনিভার্সিটি অফ কাশ্মীরও।   
  • Link to this news (আজকাল)