• Maoists Killed:‌ ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম সাত মাওবাদী
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ছত্তিশগড়ে মাওবাদী দমনে সাফল্য পেল নিরাপত্তারক্ষী বাহিনী। গুলির লড়াইতে খতম সাত মাওবাদী। বস্তারে গভীর জঙ্গলে লড়াইয়ে দুই মহিলা সহ সাত মাওবাদী খতম হয়েছে বলে খবর। জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথভাবে নারায়ণপুর জেলায় অভিযান চালিয়ে ওই সাত জনকে খতম করেছে। সূত্রের খবর, নারায়ণপুর–কাঙ্কের সীমান্তে আবুজমাদের জঙ্গলে মাওবাদীদের আস্তানার খোঁজে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। সোমবার রাত থেকে চলে অভিযান। মঙ্গলবার সকালে সেখানেই সংঘর্ষ শুরু হয়। বেশ কয়েক ঘণ্টা ধরে উভয়পক্ষে চলে গুলির লড়াই। একটি একে ৪৭ সহ বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। মাওবাদী দলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।প্রসঙ্গত, কিছুদিন আগে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ছত্তিশগড়ে ২৯ জন মাওবাদী খতম হয়। তারও আগে গত ৬ এপ্রিল তেলঙ্গনার সীমানা সংলগ্ন বিজাপুর জেলায় পূজারী কাঙ্কের জঙ্গলে গভীর জঙ্গলে গুলির লড়াইয়ে তিন মাওবাদী খতম হয়। তারও কিছু দিন আগে বিজাপুরেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হয় ১৩ জন মাওবাদী। 
  • Link to this news (আজকাল)