• PANNUN: পান্নুন হত্যা প্রসঙ্গে মার্কিন দৈনিকের দাবি হেলায় উড়িয়ে দিল ভারতের বিদেশমন্ত্রক...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: খালিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুন খুনের ষড়যন্ত্রে ভারত যোগের অভিযোগ নিয়ে রিপোর্ট করেছিল দৈনিক ওয়াশিং পোস্ট। এই ঘটনায় মার্কিন দৈনিকের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিল ভারতের বিদেশমন্ত্রক। মঙ্গলবার নয়াদিল্লি জানিয়ে দিল এই দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন। প্রতিবেদনে বলা হয়েছিল বিক্রম যাদব নামের র অফিসার পান্নুন খুনের ছক করেছিলেন। এজন্য হিটম্যান বা দুষ্কৃতীদের একটি দলকে ভাড়া করাও হয়েছিল। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই শুরু হয় শোরগোল। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটি অযৌক্তিক ও ভিত্তিহীন। অনুমানের উপর ভিত্তি করেই এই প্রতিবেদন লেখা হয়েছে। আরও বলা হয়েছে, ভারত সরকার কখনও কোনও সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদের মত ঘটনায় মার্কিন সরকারের সঙ্গে তথ্য আদান প্রদান চলছে। গঠিত হয়েছে তদন্ত কমিটিও। এই ঘটনার তদন্ত চলছে। তার মধ্যে এই দাবি কোনওভাবে কাম্য নয়। 
  • Link to this news (আজকাল)