• Yogi Adityanath: বাংলায় প্রচারে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ যোগী আদিত্যনাথের ...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শক্তিপুরে বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহার সমর্থনে মঙ্গলবার একটি জনসভা করতে এসে রামনবমীর সময় রাজ্যে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার জন্য তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি তারকা প্রচারক তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামনবমীর দিন একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শক্তিপুর, রেজিনগর এবং বেলডাঙা এলাকা। শক্তিপুরে দুষ্কৃতীদের হামলায় আহত হন অনেকে। এদিন জনসভায় যোগী সেই ঘটনার কথা টেনে এনে বলেন, ‘‌উত্তরপ্রদেশে রামনবমী এবং নবরাত্রিতে কোনও অশান্তি হয় না। কিন্তু বাংলায় রামনবমীর সময় হিংসা ছড়াল কেন?‌ পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমার এই প্রশ্ন রইল।’‌ যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘‌দুষ্কৃতীদের বিরুদ্ধে বাংলার সরকার কোনও ব্যবস্থা নেয়নি। এই ঘটনা উত্তরপ্রদেশে হলে দুষ্কৃতীদের উল্টো করে টাঙিয়ে ঠিক করে দিতাম। এমন হাল করতাম যাতে এদের সাত প্রজন্ম ভুলে যেত অশান্তি কেমন করে করতে হয়।’‌ বিজেপির তারকা প্রচারক যোগী অভিযোগ করেন, ‘‌বাংলাকে হিন্দুবিহীন করার ষড়যন্ত্র চলছে। এই রাজ্যে পরিকল্পিতভাবে অনুপ্রবেশকারী ঢুকিয়ে হিন্দুদের সংখ্যা কমানোর চেষ্টা চলছে। তৃণমূল এবং কংগ্রেস জোট মাফিয়া এবং অপরাধীদের পশ্চিমবঙ্গে সংরক্ষণ দিচ্ছে।’‌ সন্দেশখালি প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, ‘‌বাংলা একসময় ভারতবর্ষকে সংস্কৃতিতে, নবজাগরণে দিশা দেখিয়েছিল। এই রাজ্য এখন দিশাহীন, রক্তাক্ত। এই বাংলাকে এখন হিংসার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’‌ তাঁর কথায়, ‘‌সাত বছর আগে উত্তরপ্রদেশেরও বাংলার মতো হাল ছিল। কিন্তু গত সাত বছরে উত্তরপ্রদেশে কোনও হিংসা হয়নি। কারফিউ জারি করা হয়নি। সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা সকলে পাচ্ছেন। কিন্তু মোদিজির কোনও প্রকল্প এখানে চালু করতে দেওয়া হয় না।’‌ যোগীর দাবি, ‘‌এবছর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনেই বিজেপি জিতবে।’‌এদিকে, যোগী আদিত্যনাথের তোলা অভিযোগের জবাবে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘‌উত্তরপ্রদেশ থেকে ১০ জন যোগী এলেও এখানে হিন্দু–মুসলিম সম্প্রীতি নষ্ট করতে পারবে না।’‌ তাঁর কথায়, ‘‌বিজেপি এই রাজ্যে কোনওদিনই ক্ষমতায় আসতে পারবে না। মমতা ব্যানার্জির পর এই রাজ্যে যদি কেউ মুখ্যমন্ত্রী হন তিনি অভিষেক ব্যানার্জি। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে অর্ধেকের বেশি আসনে বিজেপি এবার জিততে পারবে না।’‌ 
  • Link to this news (আজকাল)