• Weather: ‌অন্তত শনিবার অবধি চলবে তাপপ্রবাহ, রবিবার হতে পারে বৃষ্টি...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ চলছে তাপপ্রবাহ। তীব্র গরমের সঙ্গে জারি রয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। অন্তত শনিবার অবধি এই পরিস্থিতি থেকে রক্ষে নেই। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিনে তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনাও নেই। এদিকে উত্তরের জেলাগুলিতে ভ্যাপসা গরমের সঙ্গে পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর এবং মালদা জেলায়। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি। হাওয়া অফিসের মতে, আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা খানিক কমতে পারে। আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলতে পারে সোমবার অবধি। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রবিবার বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। 
  • Link to this news (আজকাল)