• Webinar: ‌এ আই নিয়ে আন্তর্জাতিক আলোচনাচক্র
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আধুনিক গবেষণা ও শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বা ‘‌এফেক্টস অফ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইন মডার্ন রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রি’‌ নিয়ে শিক্ষকদের আরও প্রশিক্ষিত করতে পাঁচদিনের একটি অনলাইন ‘‌প্রোগ্রাম’‌ আয়োজন করল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এফডিপি নামের এই বিশেষ প্রশিক্ষণ ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ৩ মে পর্যন্ত। আন্তর্জাতিক পর্যায়ের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে এসএনইউ’‌র কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। অনুষ্ঠানে একদিকে যেমন জোর দেওয়া হয়েছে উৎপাদন ও সেখান থেকে প্রাপ্ত ফলাফলে এ আই কী ভূমিকা পালন করছে তার ওপর, তেমনি জোর দেওয়া হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে গবেষণা ও শিল্পকে এগিয়ে নিয়ে যেতে কী ধরনের পরিবেশ এ আই তৈরি করছে তাতেও। আলোচনার মূল উদ্দেশ্য ছিল এবিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা।  পাঁচদিনের এই আলোচনায় ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে থাকছেন ২৫০৮ জন শিক্ষক প্রতিনিধি। যার মধ্যে আছেন উজবেকিস্তান, নেপাল, ওমান, লিথুয়ানিয়া, কসোভো, বাংলাদেশ, চেক রিপাবলিক এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা। বক্তৃতা প্যানেলে আছেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ গ্লাসগো’‌র ড. দেবাশিস গাঙ্গুলি, কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক ড. স্বাগতম দাশ, খড়গপুর আইআইটি’‌র ড.সপ্তর্ষি ঘোষ প্রমুখ।
  • Link to this news (আজকাল)