• Covishield Side Effects : কোভিশিল্ড নিলে থ্রম্বসিস আক্রান্ত হওয়ার ঝুঁকি, এই রোগের উপসর্গ কী কী?
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
  • ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের থেকে বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি রয়েছে। এই রোগের নাম থ্রম্বসিস বা থ্রম্বসাইটোপেনিয়া সিনড্রোম। সংস্থার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে আদালতে কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বড়সড় এই তথ্য ফাঁস করেছে অ্যাস্ট্রেজেনেকা।আদালতে জমা পড়া তথ্য অনুযায়ী, অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন যা ভারতে উৎপাদন করেছিল সেরাম ইনস্টিটিউট, একাধিক ক্ষেত্রে এই জটিল রোগে আক্রান্ত করতে পারে গ্রহীতাদের। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র।

    থ্রম্বসিস বা থ্রম্বসাইটোপেনিয়া সিনড্রোম কী?শরীরের নানা অংশে রক্ত জমাট বাঁধায় এই থ্রম্বসিস বা থ্রম্বসাইটোপেনিয়া সিনড্রোম। রক্তে প্লেটলেটের পরিমাণও হু হু করে কমতে শুরু করে। রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে প্লেটলেটের ভূমিকা থাকে। ফলে প্লেটলেট কমতে শুরু করলে তা শরীরের পক্ষে মারাত্মক হয়ে উঠতে পারে।

    গবেষণায় দেখা গিয়েছে, অ্যাডিনোভাইরাল ভেক্টর ভ্যাকসিন যেমন ভ্যাক্সজেভরিয়া, কোভিশিল্ড, জনসন অ্যান্ড জনসনের মতো টিকাগুলির গ্রহীতাদের মধ্যে এই থ্রম্বসিস রোগের হদিশ মিলেছে। একজন টিকা গ্রহীতার শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা এই ভ্যাকসিনের সঙ্গে ঝুঁজতে গিয়ে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে সহায়ক প্রোটিনগুলিকে আক্রমণ করে।

    থ্রম্বসিস বা থ্রম্বসাইটোপেনিয়া সিনড্রোমকে দু'টি ধাপে ভাগ করা হয়।

    প্রথম ধাপ১) বেনজিরভাবে রক্ত জমাট বাঁধা মস্তিষ্ক কিংবা অন্ত্রে। কখনও কখনও তা পা এবং ফুসফুসেও হয়।

    ২) দেড় লাখ প্রতি মাইক্রোলিটার পর্যন্ত প্লেটলেট কমে যাওয়া।

    ৩) পজিটিভ অ্যান্টি-PF4 ELISA টেস্টের মাধ্যমে এই রোগ ধরা পড়ার সম্ভাবনা থাকে।

    ৪) থ্রম্বসিসের প্রথম ধাপ বেশি ঝুঁকিপূর্ণ হয়।

    ৫) অল্পবয়সীদের মধ্যে থ্রম্বসিসে আক্রান্তের সম্ভাবনা বেশি থাকে।

    দ্বিতীয় ধাপ১) পা কিংবা ফুসফুসে রক্ত জমাট বাঁধা।

    ২) প্রতি মাইক্রোলিটারে দেড় লাখ পর্যন্ত প্লেটলেট কমে যাওয়া।

    ৩) এই ধাপেও পজিটিভ অ্যান্টি-PF4 ELISA টেস্টের মাধ্যমে এই রোগ ধরা পড়ার সম্ভাবনা থাকে।

    এই রোগের উপসর্গ কী কী?মারাত্মক মাথাযন্ত্রণা, পেটে ব্যথা, পা ফুলে যাওয়া, শ্বাসকষ্টের সমস্যা, খিচুনির সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কোভিশিল্ড গ্রহীতাদের মধ্যে এই উপসর্গগুলি দেখা দিলে তা উদ্বেগজনক হতে পারে।

    প্রসঙ্গত, ভারতে কোভিশিল্ড প্রাপকদের মধ্যে এখনও এই রোগের কোনও হদিশ মেলেনি। এমনটাই জানিয়েছে ভারতে কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট।
  • Link to this news (এই সময়)