• Fact Check: বিজেপিকে ভোট দিতে মহিলাকে বাধ্য করেছেন পোলিং এজেন্ট? চুপ নির্বাচন কমিশন? জানুন ভাইরাল ভিডিয়োর সত্যতা
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
  • ভোটের সময় একাধিক ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্য়াল মিডিয়ায়। তার মধ্যে একাধিক ভিডিয়োর সত্য়তা নেই, কোনও ভিডিয়ো আবার বিভ্রান্তিকর। তবে কিছু ভিডিয়ো সত্যও বটে। তবে মানুষ না জেনেই অনেক সময় সেইসব ভিডিয়ো শেয়ার করে ফেলছেন একাধিকবার। সত্য মিথ্য়ার ধন্দে পড়ে বিভ্রান্তি ছড়াতে বেশি সময় লাগছে না। এরকমই এক ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি।কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে, কী দাবি করা হয়েছে?

    দুই মহিলার ভোটারের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার একটি ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়েছে। অভিযোগ করা হয়েছে চলতি নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে বাধ্য করা হয়েছে ওই মহিলাকে। পোলিং এজেন্ট মহিলাকে জোর করে বিজেপিকে ভোট দিতে বাধ্য করেছেন। সব জেনে শুনেও চুপ কমিশন।

    উত্তরপ্রদেশ কংগ্রেসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে এবং লেখা হয়েছে, 'এই ভিডিয়োটি @ECISVEEP- এর মুখের উপ সপাটে জবাবের সামিল। যিনি দেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনার ভান করে ঘুমিয়ে রয়েছেন।' বিজেপির ৪০০ পেরিয়ে যাওয়ার স্বপ্ন কি নির্বাচন কমিশনই বাস্তব করবে? সেই কারণের আত্মবিশ্বাসের সঙ্গে স্লোগান দিচ্ছে বিজেপি যে তারা ৪০০ আসনের গণ্ডি পেরিয়ে যাবে।' এই পোস্টটি ১৫৬,০০০ বার বেশি দেখা হয়েছে। একাধিকবার শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো।

    অনুসন্ধান

    অনুসন্ধানে জানা গিয়েছে ভিডিয়োটি পাঁচ বছরের পুরনো।

    কী ভাবে বিষয়টি অনুসন্ধান করা হয়েছে?

    ভাইরাল ভিডিয়োটির কীওয়ার্ড ব্যবহারের মাধ্য়মে অনুসন্ধানে ১৫ মে ২০১৯-এর হিন্দুস্তান টাইমসের রাজনৈতিক সম্পাদক বিনোদ শর্মা দ্বারা শেয়ার করা একটি X পোস্ট পাওয়া গিয়েছে। পোস্টটিতে একই ভাইরাল ভিডিয়ো রয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, 'আরেকটি কীর্তি #নির্বাচন কমিশন। এটা অন্তত বলতে হতবাক।'

    এক্স পোস্টে একই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ২০১৯ সালের মে মাসে।। এপ্রিল থেকে মে মাসের মধ্যে সাত ধাপে ভারতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভিডিয়ো কবে শ্যুট করা হয়েছে বা কোথাকার ঘটনাটি তা নিশ্চিত করা যায়নি। তবে একটি বিষয় স্পষ্ট এই ভিডিয়োটি বর্তমান সময়ের নয়।

    সিদ্ধান্ত

    ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করার দাবি করে একটি পাঁচ বছরের পুরনো ভিডিও শেয়ার করা হয়েছে। অতএব, আমরা এই দাবিটিকে বিভ্রান্তিকর হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে দাবিতে ভিডিয়োটি মোটামুটি পাঁচ বছরের পুরনো এখনকার নয়। তাই এটি বিভ্রান্তিকর দাবিতে ভাইরাল করা হয়েছে।

    (This story was originally published by Logically Facts undefinedand translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)
  • Link to this news (এই সময়)