মালদার বুকে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট ভাগ না করার আবেদন জানালেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজতি নির্বাচনী সভা থেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানালেন মমতা। একই সঙ্গে জনতার উদ্দেশে তাঁর বার্তা মালদায় লোকসভা ভোটে তৃণমূল কোনওদিন জেতেনি, তাই এবার মালদায় তৃণমূলকে জয়ী করানোর আবেদন তৃণমূল নেত্রীর।তৃণমূল নেত্রী বলেন, 'মালদা জেলা আমাদের বিধানসভা নির্বাচনে দু'হাত তুলে আশীর্বাদ করেছিল, আম ও আমসত্ত্ব দুটেই দিয়েছিল, তাই আমাদের সরকার হতে অনেক সাহায্য গয়েছিল, তাই আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু যবে থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, আজ পর্যন্ত মালদা জেলার এই যে দু'টো লোকসভা আসন আছে, এই দু'টো লোকসভ আসন আমরা কোনওদিনই পাইনি। এবার কি বদলানো যায় না? এবার কি পাল্টানো যায় না, এবার কি আমাদের দেবেন না?'
প্রসঙ্গত, এলাকা পুনর্বিন্যাসের জেরে ২০০৯ সালে তৈরি হয় মালদা দক্ষিণ ও মালদা উত্তর লোকসভা কেন্দ্র। তারপর থেকে এখনও পর্যন্ত মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রটি কংগ্রেসের দখলেই রয়েছে। আর মালদা উত্তর লোকসভা কেন্দ্র ২০০৯ ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের দখল থাকলেও ২০১৯ সালে সেখানে জয় পায় বিজেপি।
মমতা বলেন, 'আগামীদিন আপনারা তৃণমূলকে জেতান, তৃণমূল ইন্ডিয়াকে জেতাবে। একটা ভোটও কংগেরেসকে নয়, এখটা ভোটও সিপ্এমকে নয়, তৃণমূলকে ভোট দিন, আমরা ইনিডিয়া জোট নিয়ে মোদীকে তাড়াবই। বিজেপিকে উৎখাত করবই। এটা আমাদের স্বপ্ন।'
এদিন মালদা বিমানবন্দর নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'মালদার বিমানবন্দর আমরা রেডি করে দিয়েছি। আমরা বারবার বলছি বিমান দাও। আমরা চাই মালদায় বিমান চালু হোক, কোচবহার চালু হয়ে গিয়েছে, বালুরঘাট হয়ে যাবে, মালদা এয়ারপোর্ট রেডি হয়ে গিয়েছে, যা আছে সেটাই এখন চালু করে দেও। কিন্তু কিছুতেই করে না। ভাবচে আবার জিতবে, ৫ বছর বাদ আসবে, আবার মিথ্য কথা বলবে।'
অন্যদিকে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে মমতা বলেন, 'অমিত শাহ মেমারিতে বলেছেন যে বাংলা ২.২৯ লাখ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি এবং এই কারণে তাঁরা আমাদের টাকা দিচ্ছে না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আমাদের সরকারের কাছ থেকে একটিও ইউটিলাইজেশন সার্টিফিকেট মুলতুবি নেই। আমি সিপিএম-এর দায় নেব না, যারা ইতিমধ্যেই বিজেপির বন্ধু।'