• বাংলাকে এক নম্বর রাজ্য বানানোর প্রতিশ্রুতি, শর্তও দিলেন শাহ
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
  • বাংলায় প্রচারে এসে ফের বিজেপিকে ৩০টি আসনে জেতানোর আহবান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। ৩০টি আসন উপহার দিলেই বাংলাকে এক নম্বর রাজ্যে পরিণত করা হবে, আশ্বাসবাণী শাহর।বর্ধমান পূর্ব লোকসভার বিজেপি প্রার্থী অসীম সরকার -এর সমর্থনে কাটোয়ায় বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। সেখানেই রাজ্য সরকারকে আক্রমণ করে অমিত শাহ জানান, এই রাজ্যে আসল ‘;মা-মাটি মানুষের সরকার বিজেপিই বানাবে।’ তাঁর কথায়, ‘পুরো দেশে বিকাশ হচ্ছে, আর বাংলা পিছিয়ে রিয়েছে। বাংলায় বিজেপিকে ৩০টি আসন দিন, বাংলাকে এক নম্বর রাজ্য পরিণত করব.’

    বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তোলা হয়েছে রাজ্যের শাসক দলের তরফে। তারই জবাবে এদিন অমিত শাহ বলেন, ‘বাংলার উন্নয়নের ১০ লাখ কোটি টাকা পাঠানো হয়েছে। আপনারই বলুন আপনাদের কাছে সেই পৌঁছেছে কী? সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লুঠ করেছে।’ সন্দেশখালি প্রসঙ্গ তুলে ধরে অমিত শাহ বলেন, ‘বাংলার মা-বোনদের উপর যারা অত্যাচার করেছে, তাদের শাস্তি বিজেপি দেবেই।’

    Amit Shah : গলায় 'মোদী' উত্তরীয়, ৩০ বছরের চেনা কেন্দ্রে মনোনয়ন শাহের

    বাংলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে, বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় তাঁদের হত্যা- ঘরছাড়া করা হয়েছে, সেই প্রসঙ্গও উঠে আসে শাহের বক্তৃতায়। ইমিট শাহর হুঁশিয়ারি, ‘আমাদের যে কার্যকর্তদারে খুন করেছেন আপনার, আমাদের সরকার আসার পর তাদের পাতাল থেকে খুনে বের করেও জেলে ঢোকাবো।’

    প্রসঙ্গত, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এবার প্রার্থী বদল করা হয়েছে বিজেপির তরফে। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন পরেশ চন্দ্র দাস। এবার এই কেন্দ্রের উত্তর ২৪ পরগনার হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে লোকসভার লড়াইয়ে নামানো হয়েছে। তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ডঃ শর্মিলা সরকারকে। গতবার সুনীল কুমার মণ্ডল তৃণমূলের টিকিটে এই কেন্দ্রে প্রায় ১ লাখ ভোট জয়লাভ করেছিলেন। তবে, এবার নতুন প্রার্থী দিয়ে চমক দিয়েছে রাজ্যের শাসক দল।
  • Link to this news (এই সময়)