• Yogi Adityanath : '...উলটো ঝুলিয়ে ঠিক করে দিতাম', শাহর পর হুঁশিয়ারি যোগীর
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৪
  • কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে শোনা গিয়েছিল, এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখেও শোনা গেল প্রায় একই ধরনের কথা। অশান্তি সৃষ্টিকারীদের উলটো ঝুলিয়ে সাজা দেওয়া কথা শোনা গেল যোগীর মুখে। যা নিয়ে রীতিমতো শোরগোল রাজ্য রাজনীতিতে।কী বললেন যোগী?উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলার সরকারের কাছে জানতে চাই, রামনবমীতে বাংলায় অশান্তি কেন হয়েছে? অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে এখানকার সরকার তদন্ত কেন করেনি? যদি এই অশান্তি সৃষ্টিকারীরা উত্তরপ্রদেশে এমন ধরনের অত্যাচার করত, তাহলে এতদিনে তাদের উলটো ঝুলিয়ে ঠিক করে দিতাম। এমন হাল করতাম, যে ওদের ৭ পুরুষ ভুলে যেত অশান্তি কী।' যোগী আরও বলেন, যে কাজ কংগ্রেস ও তৃণমূল করতে পারে না, তা বিজেপি করে। যারা অশান্তি সৃষ্টিকারী ও সন্দেশখালির অপরাধী তাদের তো ঝোলাবই ঝোলাব, সঙ্গে আরও বলতে পারি, ৫০০ বছর পর কেউ বলত পেরেছিল যে অযোধ্যায় রামমন্দির হবে? আজ তো অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ হয়েছে।' পাশাপাশি বোলপুরের সভা থেকে একই রকম হুঁশিয়ারি দিয়ে যোগী বলেন, 'এমনটা উত্তরপ্রদেশে বলে, দোষীদের উলটো করে ঝুলিয়ে তাদের সমস্ত সম্পত্তি সরকারি কবজায় নেওয়া হত।'

    কী বলেছিলেন অমিত শাহ?এর আগে কার্যত এই ধরনের কথা শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও। দিন কয়েক আগে রাজ্যে এসে এক সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, '২০২২ সালে ভূপতিনগরে একটা বোমা বিস্ফোরণ হয়েছিল, ৩ জনের মৃত্যু হয়েছিল। বোমা বিস্ফোরণ যারা করে, তাদের বলিষ্ঠ পদক্ষেপ করে জেলে ভরা উচিত কি উচিত নয়? হাইকোর্ট তদন্তভার এনআইএ-কে দিয়েছে।ট এরপরেই হুঁশিয়ারির সুরে অমিত শাহ বলেন, 'বাংলার বাসিন্দাদের বলছি, চিন্তা করবেন না, হাইকোর্ট NIA-কে তদন্তের নির্দেশ দিয়েছে, সবাইকে উলটো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে।'

    শাহর সমালোচনা করেন মমতাযদিও শাহর সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সভা থেকে মমতা বলেন, 'বাংলায় এসেছিলেন বড় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন, উলটে ঝুলিয়ে রেখে দেবো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কি এই কথা শোভা পায়?'

    বিজেপিকে সমর্থনের আবেদন যোগীরএদিন বহরমপুরের সভা থেকে উপস্থিত জনতার প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আবেদন জানিয়ে বলেন যদি, 'বাংলাকে ফের একবার সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চান, তাহলে বিজেপিকে ক্ষমতায় আনুন।' আর সেই কারণে বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল সাহাকে ভোট দেওয়ার আবেদনও জানান যোগী আদিত্যনাথ।
  • Link to this news (এই সময়)