• কথা রাখল রাজ্য, মাসের শেষদিন ২৫,৫৭৩ চাকরিহারাকে সম্পূর্ণ বেতন
    এই সময় | ০১ মে ২০২৪
  • এপ্রিলের মাইনে ঢুকল SSC-র চাকরিহারাদের। মঙ্গলবার অন্যান্য শিক্ষকদের মতো ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মোবাইলে বেতন ঢোকার মেসেজ আসে। রাজ্য় সরকারি কর্মীদের একটা বড় অংশেরই বেতন, সোমবার সকালে হয়ে গিয়েছে। অনেকেই চিন্তায় পড়েছিলেন, আদৌ এ মাসে ওই সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মীরা মাইনে পাবেন কি না! কিন্তু রাজ্য সরকার এদিন এপ্রিলের বেতন ছেড়ে দিল। যদিও শিক্ষক-শিক্ষাকর্মীদের একটা বড় অংশ আগে এই 'কলঙ্ক' থেকে মুক্ত হতে চাইছেন। সকলেরই দাবি, এটা তাঁদের প্রাপ্য।রাজ্যের অর্থ দফতর সূত্রে খবর, আগেই ঠিক হয়েছিল, কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার। আদালতের নির্দেশে যে ২৫,৭৫৩ জন চাকরি হারিয়েছেন, তাঁরা এপ্রিল মাসের বেতন পাবেন। কারণ হিসেবে এক কর্তা বলেন, এপ্রিলের বেতন দেওয়ার যে প্রক্রিয়া তা আগেই শুরু হয়ে গিয়েছিল। সঙ্গে এপ্রিল মাস এই শিক্ষক, শিক্ষাকর্মীরা কাজও করেছেন। এতে শিক্ষক, শিক্ষাকর্মীদের একটা বড় অংশ সন্তোষ প্রকাশ করেও তাঁদের দাবি, যোগ্য-অযোগ্য পৃথক করা হোক। কয়েক হাজার অযোগ্যদের শাস্তি সবাইকে পেতে কেন হবে?

    'যে অপরাধ করিনি তার শাস্তি পাব?' চাকরি হারিয়ে মন্তব্য স্বর্ণালী-শাওনির

    জানা গিয়েছে, ওই শিক্ষক-কর্মীরা প্রত্যেকেই এপ্রিল মাসে স্কুল খোলা থাকার দিনগুলোয় কাজ করেছেন। শ্রম আইন অনুযায়ী, কেউ কাজ করলে, তাঁর উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই আইন মেনেই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে কিংকর অধিকারী বলছেন, 'রাজ্য সরকারি কর্মচারীদের সাধারণত মাস শেষের দিন বা তার আগের দিন বেতন হয়। আর শিক্ষকদের এক তারিখ বেতন হয়। কিন্তু, অনেক সময় মাস শেষের দিনেও শিক্ষকদের বেতন হয়ে যায় এরকম নজিরও রয়েছে। মঙ্গলবার ২০১৬ সালের সবার স্যালারি ঢুকেছে বলেই আমরা জানতে পেরেছি।'

    Bikash Ranjan Bhattacharya : 'চাকরি খাচ্ছেন', কোর্টে ঘেরাও আইনজীবী বিকাশরঞ্জন

    প্রসঙ্গত, চাকরিহারাদের একটা অংশ দাবি করেছে, শীর্ষ আদালতে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা তুলে দিতে না পারলে তাঁরা আন্দোলনে নামবে। সে ভাবেই তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। সোমবার সুপ্রিমকোর্টে SSC মামলার শুনানির পর এ কথা জানিয়েছেন তাঁরা। এদিকে, শীর্ষ আদালত হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ না দিলে মে মাসের মাইনে না পাওয়া কিন্তু একপ্রকার নিশ্চিত চাকরিহারাদের। সেক্ষেত্রে আগামী মাস থেকে বাজেটে ঘোষিত DA এর সুবিধা থেকে বঞ্চিত হবেন তাঁরা। যদিও চাকরিহারাদের একটা বড় অংশ সবার আগে চাইছেন, যোগ্যদের গায়ের থেকে এই দাগ আগে ওঠে যাক।
  • Link to this news (এই সময়)