লোকসভা নির্বাচনের দু'দফা সম্পন্ন। একাধিক রাজ্যের একাধিক কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। আগামী দফাগুলিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। ভাগ্যপরীক্ষা রয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থীর। সেই নিয়ে চলছে নানা গবেষণা। প্রকাশিত হচ্ছে সমীক্ষা রিপোর্ট। সম্প্রতি একটি ওপিনিয়ন পোল প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে অমরাবতী কেন্দ্রে সর্বাধিক ভোট পেয়েছে কংগ্রেস। সেটি কি সত্য?কী ভাইরাল হয়েছে?লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, একটি নিউজ চ্যানেল এবিপি মাজার লোগো সহ একটি মতামত ভাইরাল হয়েছে। যেখানে দেখানো হচ্ছে, অমরাবতীতে কংগ্রেস ৪৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। দাবি করা হয়েছে এই ওপিনিয়ন পোলটি এবিপি মাজা প্রকাশ করেছে। কংগ্রেস ৪৪.৩৬ শতাংশ, BJP ৩৬.১১, শতাংশ, ১৩.১৮ শতাংশ নির্দল এবং অন্যদের ভোট ০৬.৩৫ শতাংশ দেখানো হয়েছে সেই ভাইরাল গ্রাফিক্সে।
অনুসন্ধানভাইরাল এই পোস্টের তথ্য অনুসন্ধান করেছে ফ্যাক্টক্রিসেন্ডো। যাচাই করার পরে দেখা গিয়েছে, ভাইরাল এই গ্রাফিক্সটি এবিপি মাজা প্রকাশ করেনি। তাদের সোশ্যাল মিডিয়া কিংবা ওয়েবসাইটে এই পোস্ট পাওয়া যায়নি। এবিপি মাজার ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে, এই গ্রাফিক কার্ডটি ভুয়ো। পোস্টটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, “বিভিন্ন লোকসভা কেন্দ্রের জনমত পোলের জাল ছবি/স্ক্রিনশট এবিপি মাজার নাম করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে এবিপি মাজার কোনও সম্পর্ক নেই। এবিপি সংস্থা এই নিয়ে আইনি পদক্ষেপ নেবে।
সত্যটা ঠিক কী?এই ভাইরাল গ্রাফিক্সটি সম্পূর্ণ ভুয়ো। এবিপি মাজার তরফে এমন কোনও ওপিনিয়ন পোল করা হয়নি।
This article was originally published by Factcrescendo and later edited and translated by Ei Samay Digital