• ভোটে ফল ভালো হলে 'মহালক্ষ্মী ভাণ্ডার' আনার পরিকল্পনা বামেদের
    এই সময় | ০১ মে ২০২৪
  • লোকসভা নির্বাচনে বামেরা ভালো ফল করলে আইন সভায় মহালক্ষ্মী ভাণ্ডার চালুর ইচ্ছা প্রকাশ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবদূত ঘোষ। মঙ্গলবার বারাসাতে জেলা শাসকের দফতরে নিজের নির্বাচনী মনোনয়নপত্র জমা দিতে এসে এমন কথাই শোনা গেল অভিনেতা তথা বাম প্রার্থীর গলায়। পাশাপাশি এদিন একদিকে যেমন রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করেন, তেমনই কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবদূত ঘোষ।প্রার্থীর মতে, কৃষক তাঁর ন্যূনতম মজুরি যেমন পাচ্ছে না, অপরদিকে চাকরিপ্রার্থীরাও অবস্থান করছেন, পাস করা শিক্ষকরা অবস্থান করছেন, কিন্তু নিয়োগ হচ্ছে না, আবার কোনও কোনও ক্ষেত্রে তা বাতিলও হয়ে যাচ্ছে। ফলে এমন একটা অবস্থা হয়েছে, যাদের ক্লাব চালানোর মুন্সিয়ানা নেই, তারা সরকার চালাচ্ছে। এই পরিস্থিতিতে বাম গণতান্ত্রিক সরকার যেমন ইউপিএ-র সময় ছিল, যে সময় মানুষের পক্ষে খাদ্য সুরক্ষা আইন সহ একশ দিনের কাজ, আইন প্রণয়ন করা হয়েছিল, তেমনই এবার মহালক্ষ্মী ভাণ্ডার আনার কথা ভাবা হচ্ছে। সেই আইন প্রণয়ন করা হবে বলেও জানান দেবদূত। এর ফলে বাড়তি সুবিধা মিলবে খেটে খাওয়া মানুষদের।

    একইসঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয় পেলে তাঁর বিশেষ পরিকল্পনাও রয়েছে বলে জানান দেবদূত। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের শ্রমজীবী মানুষ ও চাষিদের জন্যও ন্যূনতম পাওনা আদায় করতে হবে সংসদ থেকে। পাশাপাশি ব্যারাকপুর এলাকায় দুটি বিল সহ জলাধার সংস্কারের লক্ষ্য রয়েছে বলেও এদিন জানান অভিনেতা বাম প্রার্থী। এদিন জেলাশাসকের দফতরে নিজের নমিনেশন পেশ করেন তিনি।

    উল্লেখ্য, ইতিমধ্যেই বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। গত বিধানসভা নির্বাচনের সময় এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে দেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এতদিন পর্যন্ত ৫০০ টাকা ও এসসি / এসটি-দের ১০০০ টাকা করে দেওয়া হত। তবে এবারের বাজেট সেই অর্থও বাড়ি দেওয়া হয়েছে। এবার সেই অর্থ বাড়ি করা হয়েছে ১০০০ এবং এসসি / এসটি-দের জন্য ১২০০ টাকা। এবারের নির্বাচনে প্রতিটি জনসভাতেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই প্রকল্পের কথা বলতে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার মহালক্ষ্মী ভাণ্ডারের কথা বললেন বাম প্রার্থী।
  • Link to this news (এই সময়)